বিজেপি নীতি আর্দশের উপর প্রতিষ্ঠিত দল : রাজদীপ রায়
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ বরাকের
শিলচর কেন্দ্রের বিজেপি বিধায়ক দিলীপ
পাল দলে সিন্ডিকেট রাজের অভিযোগ তুলে পদত্যাগ
করেন।তার জবাবে শিলচর কেন্দ্রের বিজেপি সাংসদ ডাক্তার রাজদীপ রায় এক
সাংবাদিক সম্মেলনে আজ প্রশ্ন তোলেন আগে দিলীপ
দা এই সব অভিযোগ করেন নি কেন? তিনি বলেন ১৫ জন মিলে প্রাথী নির্বাচন করা হয়েছিল, তখন কেন
তিনি কথা বলেন নি। বরাকে এবার বিজেপি ভালো ফল করবে ডাবল ডিজিট পাবে বলে
দাবি করে সাংসদ বলেন আগের
নির্বাচনে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ১৫টি
আসনের মধ্যে ৮ টি
পেয়েছিলাম। বিজেপি নীতি আর্দশর ভিত্তিতে জাতীয়তাবাদকে মাথায় রেখে
চলে, প্রধানমন্ত্রীও নিজেকে একজন সেবক বলেন। তাদের অসমে ৩ লাখ
প্রভারি আছেন, দলকে পরি চালনা করছে। সেখানে অনিয়মের কোনো স্থান
নেই। সিন্ডিকেট রাজ অভিযোগ খণ্ডন করে বলেন যদি তার
অস্তিত্ব থাকে তবে আইনি ব্যবস্থা
গ্রহণ করা হোক মুখমুখি হতে রাজি আছি। বলেন আজ দিলীপ পালরা
আবেগের বসে অনেক কিছু বলে ফেলেছেন,পরে সব বুঝতে পারবেন সব ঠিক হয়ে যাবে।তিনি
আবার দাবি করেন অসমে পুনরায় সর্বানন্দ সনওয়াল সরকার ক্ষমতায় আসবে।









কোন মন্তব্য নেই