Header Ads

চীন ব্রহ্মপুত্র নদে জল বিদ্যুৎ প্রকল্প নির্মান করবে

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি :   চীন সরকার আগে বলেছিল তারা  ব্রহ্ম পুত্র নদে কোনো। প্রকল্প বানাচ্ছে না। আজ সংবাদপত্রে   নিদিষ্ট ভাবে খবর এসেছে চীন সরকার  তাদের পঞ্চ বার্ষিক  পরিকল্পনাতে তিব্বতের ইযানলু চাংপৌ পাহাড়ি নদীতে  বৃহৎ জল  বিদ্যুৎ প্রকল্প তৈরি করবে।এই পাহাড়ি নদী অরুণাচল প্রদেশ  হয়ে অসমে  ব্রহ্মপুত্র নদে মিলেছে। তা নির্মিত হলে ব্রহ্মপুত্র নদ  শুকিয়ে যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.