জাফার কেন্দ্রীয় কমিটি গঠন
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ সাংবাদিক সন্থা জাফার কেন্দ্রীয় কমিটি গঠন করা হল। অভি দ্বীপ চৌধুরীকে সভাপতি, কুঞ্জ মোহন রায়কে সাধারণ সম্পাদক নির্বাচন করে এই বৃহৎ কমিটি গঠন করা হয়। জার্নালিস্ট আসো সিযেশন ফর অসমের কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা সোনাপুর ডিমরিয়া কলেজ প্রেক্ষাগ্রহে বর্নময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয় এই অধিবেশনে সভাপতি লাংসিং টেরণ তার
তিন বছরের কার্যভার অভিদ্বীপ চৌধুরীর হাতে সমর্পর্ন করেন। টেরণকে পরবর্তী কমিটির মুখ্য উপদেষ্টা ও বাংলা পোর্টাল নয়া ঠাহর-এর সম্পাদক অমল গুপ্ত ও নরেন হাজারিকাকে উপদেষ্টা মনোনীত করে এই কমিটি গঠন করা হয়। সাধারণ সম্পাদক হিসাবে দিসপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কুঞ্জমোহন রায়কে পুনরায় সাধারণ সম্পাদক হিসাবে নিয়োগ করা হয়। হলভর্তি শতাধিক সাংবাদিক হাত তালি দিয়ে
কুঞ্জমোহন রায়ের পুনর্নির্বাচনকে অকুণ্ঠ সমর্থন জানান। বিশিষ্ট সাংবাদিকবাবু রাম রাভা হাকা চামের পৌরহিত্যে অনুষ্ঠিত এই সভায় সর্বসম্মতি ক্রমে পঙ্কজ কুমার ডেকাকে কার্যকরি সভাপতি, সুবির দত্ত, আফতার আলী, অরুণ শর্মা, দিগন্ত টেরন, জয়ন্ত কাকতি, বাবুরাম হাকা চামকে উপ সভাপতি পদে নির্বাচন করা হয়। মুখ্য সাংগঠনিক সম্পাদক কুশল শইকিয়া, আরশাদ রহমান বরা, কৃষ্ণ বর্মন, অরুণ লকথে,
গৌতম কুমার কাকতি
সম্পাদক পদে নির্বাচন করা হয়। প্রচার সম্পাদক চন্দন মালাকার ও হালিমা বেগম, কোষ্যধ্যক্ষ
পদে এস এন মহারাজ, কার্যালয় সম্পাদক দ্বীপজ্যোতি
ডেকা, কার্যনির্বাহী সদস্য হিসেবে কমল কৃষ্ণ ডেকা,
সাম্য ভরদারজ, রঞ্জিত
রাজ বংশী, গোপাল চন্দ্র রায় নির্বাচিত হয়।












কোন মন্তব্য নেই