Header Ads

বাংলার চেনা ছবি ভোটে ব্যাপক হিংসা, অসমে ভোট শান্তিপূর্ণ

অমল গুপ্ত, গুয়াহাটি : পশ্চিমবঙ্গে  নির্বাচন মানেই হিংসা। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল  সরকার  হিংসার পাঠ নিয়েছিলেন বামপন্থীদের কাছ থেকে।  বিহারকে বলা হত জঙ্গল রাজ, সেই   রাজ্যকে  পিছনে ফেলে মমতার বাংলা  এগিয়ে  যাচ্ছে।  শিক্ষা  সংস্কৃতিবুদ্ধিজীবীদের পীঠস্থান   পশ্চিমবঙ্গের  মানুষকে দেশবাসী আজ কি চোখে  দেখছে?   পাশের রাজ্য অসমে ও আজ নির্বাচন অনুষ্ঠিত হল।  কোথায় হিংসা? অসমে  আজ  ১২ টি জেলার ৪৭ টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হল।  মুখ্যমন্ত্রী  সর্বানন্দ  সনোয়াল, কংগ্রেস সভাপতি   রিপুন  বরা, অগপ সভাপতি অতুল   বরা, রাইজর দলের সভাপতি অখিল গগৈ, অসম জাতীয় পরিষদের  সভাপতি লুরিনজ্যোতি গগৈ  ভোট দিলেন, কৃষক নেতা অখিল গগৈ কারারুদ্ধ, তার  বৃদ্ধা মা  প্রিয়দা   গগৈ  ভোট দিলেন। রাজ্যে  ৪৭ টি বিধানসভার নির্বাচনে  ৭৩ শতাংশ   ভোট পড়েছে। মুখ্যমন্ত্রী   ডিব্রুগরে ভোট দিতে  যাবার আগে মন্দিরে, মাজারে গিয়ে   আশীর্বাদ নেন। তারপর ভোট দিয়ে নিজের কেন্দ্র মাজুলি যান  সেখানে এক শিব মন্দিরে পুজো দেন। তিনি বলেন ৫ বছর  ভালো কাজের  সুফল  পাবেন। আবার বিজেপি সরকার আসবে।  আজ ৮১,,৮১৫,জন ভোটার ২৬৪ জনের ভাগ্য নির্ধারন করবে। ২৩ জন মহিলা প্রার্থী। পশ্চিমবঙ্গে নন্দীগ্রামে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দী  শুভেন্দু  অধিকারীর ভাই   সোমেন্দুর   গাড়ি   ভাঙচুর করে তৃণমূল, শালবনিতে  সুশান্ত ঘোষের উপর হামলা  হয়। এবি পি  আনন্দের গাড়িও ভাঙচুর করা হয়। দুই সাংবাদিক কম বেশি আহত হয়েছেন। তমলুক এর বিজেপি নেতা  প্রলয় পালের সঙ্গে  মমতা বন্দ্যোপাধ্যায়  ফোন করে সাহায্য চেয়েছেন। অপরদিকে, বিজেপি নেতা মুকুল  রায় বিজেপির   শিশির  বাজরিয়ার ফোনে কথোপকথনকে ঘিরে রাজ্য রাজ নীতি সরগরম। বোমা বাজি, গাড়ি  ভাঙচুর, পার্টি অফিস  লুট পাট, রিগিং, ইভিএম কারচুপি, কমিশনে নালিশ, তো ছিল, এর মধ্যে মমতার অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  কেন নির্বাচনের  সময় বাংলাদেশ   সফরে  গেলেন।  প্রধানমন্ত্রীর পাসপোর্ট ভিসা  বাতিলের  দাবিও করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.