Header Ads

হিংসা ছড়িয়ে হিন্দু-মুসলিম করে ভোট আদায় করতে চায় বিজেপিঃ কানহাইয়া

নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : শান্তিপ্রিয় দেশ গঠনে সবাইকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানালেন সিপিআই নেতা তথা জেএনইউর ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি ডঃ কানহাইয়া কুমার। শুক্রবার বিকেলে স্বাধীন বাজারে বিশাল জনসভায় সোনাইয়ের মহাজোট এআইইউডিএফ প্রার্থী করিম উদ্দিন বড়ভুইয়া ওরফে সাজুর পালে হাওয়া তুলতে ব্যাট ধরে বক্তব্য রাখেন ডঃ কানহাইয়া কুমার। এবছর বিধানসভা নির্বাচনে সোনাই কেন্দ্রে এটাও সবচেয়ে বড় সমাবেশ ছিল। কানহাইয়া কুমার বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করে বলেন,যারা দেশকে বিক্রি করে দিচ্ছে তারা দেশের চৌকিদার দাবি করছেন। আর যারা দেশের সম্পদকে রক্ষা করতে প্রতিবাদ করছেন তাদেরকে দেশদ্রোহী বানানো হচ্ছে। দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষা করে ভ্রাতৃত্ববোধকে মজবুত করে তুলতে ভোট দিন। সোনাই সহ গোটা অসমে উন্নয়ন আনতে মহাজোটকে ভোট দিয়ে সরকার বানানোর আহবান জানান কানাইয়া কুমার। ভোট 

আসলে হিংসা ছড়িয়ে হিন্দু-মুসলিম ভাগ করে সহজে ভোট আদায় করতে চায় বিজেপি। দেশের ঐক্যের বন্ধনকে বিভেদের মধ্যে পরিবর্তন করে অশান্তি সৃষ্টি করে বর্তমান সরকার রাজত্ব কায়েম করছে। মানুষের মধ্যে চিড় ধরিয়ে দেশকে বিক্রি করা হচ্ছে। যাতে মানুষ এর প্রতি খেয়াল না করেন বলে জানান কানহাইয়া। শেষে আজাদি স্লোগান দিয়ে আকাশ বাতাস করে তুলেন কানাইয়া। বিশাল সভা শেষে প্রায় ঘন্টা খানেক  যানজট দেখা দেয় পূর্ত সড়কে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.