পশ্চিমবঙ্গে নির্বাচনে হিংসা, অসমে শান্তি
নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা-গুয়াহাটিঃ পশ্চিমবঙ্গের ৩০ টি আসনে ভোট দানে বিক্ষিপ্ত হিংসা। অসমের ৪৭ টি আসনের ভোটদান শান্তিপূর্ণভাবে চলছে। উভয় রাজ্যে বেলা ১২ টা পর্যন্ত প্রায় ৩৭ শতাংশ ভোট দান করা হয়েছে। অসমে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ডিব্রুগর লক্ষ্মীনাথ বেজবড়ুয়া ভবনে ভোট দান করেন। অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ তিনসুকিয়া জেলাতে তার ভোট সাব্যস্ত করেন। পশ্চিমবঙ্গে শালবনিতে প্রার্থী সুশান্ত ঘোষের উপর হামলা হয়। সৌমেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর করা হয়। অনেক এলাকাতে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ হয়
বলে
খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় বাহিনী নির্বাচনে প্রভাব বিস্তার
করছে বলে অভিযোগ এসেছে। তৃণমূল অনেক কেন্দ্রে রিগিং করেছে বলে অভিযোগ এসেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ
সনোয়াল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
শান্তিপূর্ণভাবে ভোট দানের আর্জি জানিয়েছেন। অসমে ৩ দফা বঙ্গে ৮ দফায়
ভোট ফলাফল ২ মে।
কোন মন্তব্য নেই