অখিল গগৈয়ের পাশে যোগেন্দ্র যাদব
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ দেশের অন্যতম সমাজসেবী
যোগেন্দ্র যাদব, কৃষক আন্দোলনের নেতা ডাঃ
সুনীলম রবিবার গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে কৃষক আন্দোলনের
নেতা অখিল গগৈয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা অখিলকে দেশের সম্পদ বলে আখ্যা দেন।
যোগেন্দ্র বলেন ভারত বাংলাদেশ সীমান্তের
থেকেও দিল্লি সীমানায় কৃষকদের
আটকাতে বেশি করে কাঁটা
তারের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, তিনটি কৃষক
বিরোধী বিল এখন কোমাতে আছে। চার মাসের আগে থেকে এই আন্দোলন
চলছে, দিল্লি সীমানার
সিংঘু তিকরিতে কৃষকরা ইটের ঘর বানাচ্ছে।









কোন মন্তব্য নেই