Header Ads

কাজিরঙাতে শুধু গন্ডার থাকে না

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ  অসমের কাজিরঙা রাষ্ট্রিয়  উদ্যানে শুধু গন্ডার, বাঘ থাকে না, বিভিন্ন প্রজাতির হরিণ ও থাকে।  গোলাঘাট জেলার অন্তভুক্ত  কাজিরঙা, এই জেলা প্রশাসন হরিণের এক প্রজাতি  ইস্টার্ন সোয়াম্প  ডিয়ারের ছবি  লাগিয়ে এক   ম্যাসকট  প্রদান করবে পুরুষ ভোটারদের। এই হরিণ  পাকিস্থান, বাংলাদেশে  নিশ্চিহ্ন হয়ে গেছে। অসমের  নামবর অভয়ারণ্যে ২২৪ প্রজাতির হরিণ  পাওয়া যায়জেলা শাসক বিভাস চন্দ্র  একথা জানিয়েছেন।  সংবাদ সূত্রে  তা জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.