পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর সভাতে শিশির অধিকারী, তৃণমূলের ইশতেহার
নয়া
ঠাহর প্রতিবেদন, কলকাতা :
তৃণমূল কংগ্রেস দলের মেদিনীপুর জেলার
স্তম্ভ স্বরূপ সাংসদ শিশির অধিকারী নিজে
আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদির সভাতে অংশগ্রহণ কেবল
সময়ের অপেক্ষা। আজ তার পুত্র শুভেন্দু অধিকারী চন্ডিপুরে এক সভায় এই ঘোষণা করেছেন।
তৃণমূল সাংসদ শিশির অধিকারী বলেছেন, তৃণমূল তার বাপ ঠাকুরদার বিরুদ্ধে
যা খুশী তাই বলছে। তিনি বলেন, জেলাবাসী জানে তাদের পরিবার ভোগী নয় ত্যাগী। আজ
মুখ্যমন্ত্রী ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার সাল তোড়াতে এক
বিশাল জনসভায় বলেন, বিজেপি নেতারা রাজ্যে এসে সোনার বাংলা গড়ার
প্রতিসূতি দিচ্ছেন, তারা কি
মাত্র দু-মিনিট বাংলা ভাষাতে ভাষণ দিতে পারবেন। কিন্তু তিনি কিছু না দেখে এক ঘন্টা
হিন্দি ভাষাতে ভাষণ দেওয়ার ক্ষমতা রাখে। তিনি বলেন, খেলা হবে পদ্মফুল উপরে ফেলার
খেলা হবে। তৃণমূল কংগ্রেস দল আজ তাদের নিবাচনী ইস্তাহার
প্রকাশ করবে। তৃণমূলের একসূত্রে জানান, এবার ইস্তাহারে
তেলি, তামূলী, নমশুদ্র
প্রভৃতি পশ্চাদ পদ শ্রেণির সংরক্ষণের
প্রস্তাব উঠার সম্ভবনা আছে। রাজ্যে বছরে ৫ লাখ
চাকুরী দেওয়া, ঘরে ঘরে রেশন পৌছিয়ে দেওয়ার আশ্বাস থাকতে পারে।
মহিলাদের জন্যে বেশ কিছু পরিকল্পনার কথা বলা
হবে।









কোন মন্তব্য নেই