Header Ads

মা কাম্যাখার আশীর্বাদ নিয়ে প্রচার চালালেন উত্তরপ্রেদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ


অমল গুপ্ত, গুয়াহাটিঃ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ আজ অসমের তিনটি নির্বাচন কেন্দ্রে  মা কাম্যাখার মহিমা কীর্তন করলেন। বললেন সারা দেশ কামাখ্যার আশীর্বাদ পাওয়ার জন্য উদগ্রীব। তিনি শ্রীমন্ত শংকরদেব কেন স্মরণ করেন। মুখ্যমন্ত্রী কংগ্রেস দলের  সমালোচনা করে বলেন, এই দল দেশের উন্নতি চাই না, সমৃদ্ধি চাই না। তাদের স্বরূপ মানুষ  জেনে ফেলেছে। তিনি রাম মন্দির তৈরিতে অসমের ভূমিকায় কথা বলেন। রাজ্যের   বিশিষ্ট কংগ্রেস নেতা প্রাক্তন   মন্ত্রী ডাক্তার অর্ধেন্দু কুমার দে ও তার পুত্র অনিরুদ্ধ দে আজ হোজাই বিজেপি নেতাদের উপস্থিতিতে মাথায় গেরুয়া টুপি পড়লেন, বিজেপি প্রার্থী রামকৃষ্ণ ঘোষের পক্ষে নির্বাচনী প্রচার করবেন বলে জানালেন। এআই ইউ ডি এফ  প্রধান  বদরুদ্দিন আজমল  নিজের দলের প্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা দাবি করেন  বলে দলের নেতারা অভিযোগ করে থাকে। নাওবৈসার    বিধায়ক   সারা রাজ্যে অন্যতম বিশিষ্ট  রাজনীতিবিদ  বিধানসভার  সফল বিধায়ক মামুন ইমদাদুল হক চৌধুরীর কাছে বৃহৎ পরিমাণ টাকা দাবি করা হয়েছিল দিতে পারেন নি। তারা বলেন,  কংগ্রেস দলের এক প্রাক্তন মন্ত্রীর কাছ থেকে ভালো টাকা পেয়ে টিকিট দেওয়া হল বলে দলের মধ্যে অভিযোগ উঠেছে। আজ জলস্বর কেন্দ্রে টিকিট পাওয়ার পর   রফিকুল ইসলামকে বাদ  দেওয়া হয়। তার  বদলে রেজা  এম এ আমিনকে টিকিট দেওয়া হয়। কারণ সেই একই। আজ রীতিমত সাংবাদিক সম্মেলন ডেকে  রফিকুল ইসলাম  প্রকাশ্যে হু হু করে কাঁদলেন, সেই সঙ্গে কাঁদলেন উপস্থিত  সঙ্গীরা। তিনি আত্মহত্যা করার হুমকি দিলেন। বললেন, ২ তারিখ ফল বেরোবার আগেই তিনি  পৃথিবী থেকে চলে যাবেন  বদরুদ্দিন সায়েব আর  তাকে পাবেন না। আজ রাজীব ভবনে কংগ্রেস মুখপাত্র  গৌরব বল্লভ, সুপ্রিয়া শ্রীনাথ  বলেন, এবার ৫ গ্যারান্টি পুরন করে কংগ্রেস ক্ষমতায় আসবে। প্রতি মহিলাকে ২ হাজার টাকা করে দেবে।  প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত  সম্ভবত রাজনীতি থেকে  সন্ন্যাস নেবেন। টিকিট  পাননি। তার বহরমপুর কেন্দ্রে  কংগ্রেস নেতা রকিবুল হোসেন আজ বিজেপির বিরুদ্ধে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে বলে প্রচার চালালেন। আজ বিজেপি সভাপতি রঞ্জিত দাস এবং শিল্পমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী মনোনয়ন পত্র পেশ করেন। রাজ্যে একটি টিভি চ্যানেলে  অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষ্যে লাগাতার প্রচার চালাচ্ছে, তাকে ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী হিসাবে প্রজেক্ট করছে, মরিয়ানীতে আজ রোড শো  করলেন হিমন্ত বিশ্ব শর্মা। সেখানে তার মাথা লক্ষ্য করে  কয়েক কুইন্টাল ফুল ছুঁড়তে দেখা গেল। মাথা ভর্তি  ফুলের পাপড়ি নিয়ে হিমন্ত যথারীতি বদরুদ্দিনের সমালোচনা করলেন। তাকে জাতির শত্রু বলতেও কুন্ঠিত হলেন না। মনে পড়ে গেল কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত  শাহের রোড শোয়ের কথা। সেখানে ফুল   ছড়াবার জন্যে এক কুইন্টাল গোলাপ ফুল কেনা হয়েছিল। অমিত শাহ সেই ফুল জনগণের  দিকে লক্ষ্য করে ছুঁড়ে দেন, অসমে হিমন্ত বিশ্ব শর্মাকে লক্ষ্য করে ফুল  ছুরা হল।   দিসপুরের মসনদ  পর্যন্ত যা   পৌছিয়ে যাবে। তা স্বপ্ন না বাস্তব। ২ মে পর্যন্ত অপেক্ষা করা ছাড়া গত্যন্তর নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.