কুশিয়ারা নদীতে তলিয়ে গেল বসতবাড়ি
নয়া ঠাহর প্রতিবেদন,বদরপুর: কুশিয়ারা নদীতে তলিয়ে গেল ছয়টি পরিবারের ঘর বাড়ি । কোন মতে রক্ষা পেলো পরিবারের লোকজন । করিমগঞ্জ জেলার বদরপুর বিধানসভা সমষ্টির ভারত বাংলাদেশে সীমান্তের কৃষ্ণপুর গ্রামের ছয়টি পরিবারে বসত বাড়ি তলিয়ে গেল কুশিয়ারা নদীর ভাঙনে। বৰ্তমান সৰ্বহারা পরিবার গুলো খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। মাত্ৰ কয়েক মাস পূৰ্বে জলসম্পদ বিভাগের তরফে এক কোটি সত্তর লক্ষ টকা খরচ করে নদী ভাঙন ঠেকাতে বাঁধ নিৰ্মাণ করা হয়েছে। সরকার কোটি কোটি টাকা খরচ করেও জনসাধারণের জীবন সম্পতি রক্ষা করতে সক্ষম হয়নি । সোমবার দুপুরে ১০/১২টি ঘর নদী ভাঙনের ফলে হঠাৎ নদীতে তলিয়ে জায়। তার পরও থেকেই এই পৰ্যন্ত জেলা প্ৰশাসনের পক্ষ থেকে কোনো ধরণের ব্যবস্থা গ্রহন করা হয় নি। এই প্ৰাকৃতিক দুৰ্যোগে পরিবার গুলোর মধ্যে নমিয়ে আসে অমানিশা। গত দুবছর ধরে গ্রামের মানুষ বদরপুর চক্ৰ আধিকারিকের কাৰ্যালয়ে বারবার বিষয়টা অবগত করে আসছিলেন। যদিও চক্ৰ আধিকারিক বিষয়টি কোনো গুরুত্ব দেননি। যার জন্য আজ তাদের এই দুৰ্দশা হয়েছে বলে ভুক্তভোগী পরিবার ক্ষোভ প্ৰকাশ করে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন পৰ্যন্ত একটি ত্ৰিপালের ব্যবস্থা ও করে দেয়নি প্রশাসন। চক্ৰ আধিকারিক একবার সৌজন্য মূলক সাক্ষাৎ করে চলে যান । অতি নিম্ন মানের কাজ করে বিভাগীয় অভিযন্তা এবং ঠিকাদার মিলে কোটি টাকা লুটে পুটে খাওয়ার জন্য আজ পরিবার কটির জীবনে নেমে এসেছে আঁধার।









কোন মন্তব্য নেই