Header Ads

হোলির আবহে করোনা সংক্রমণ বৃদ্ধি, বাদুড়ের দেহ থেকে মানুষের শরীরে সংক্রমণ ছড়িয়েছে

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দুদিন ধরে লাগাম ছাড়া হোলির আবহে দেশে করোনা সংক্রমণ  বেড়ে গেছে। গত ২৪ ঘন্টায় ৬৮ হাজার ২৫ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এই নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে কোটি ২০ লাখ ৩৯ হাজার ৬৫০ জন। দেশে মৃতের সংখ্যা লাখ ৬১ হাজার ৮৪৩ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৯১ জনের। দেশে কোটি ১৩ লাখ ৫৫ হাজার ৯৯৩ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। দেশে এপর্যন্ত কোটির বেশি মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে।এপ্রিল থেকে ৪৫ বছরের বেশি সব মানুষকে টিকা দেওয়া শুরু হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক সবকে কোভিড মেনে চলার পরামর্শ দিয়েছে। সবকে মাস্ক, দুগজ দূরুত্ব বিধি মানার নির্দেশ দিয়েছে। কয়েকটি রাজ্যে করোনা বিপদ ডেকে এনেছে। সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। রেল ও বিমান কর্তৃপক্ষ  কড়াভাবে কোভিড বিধি মানতে শুরু করেছে। পঞ্জাব, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাটমহারাষ্ট্র নতুন করে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ৭৯ শতাংশ বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সন্থা হু জানিয়েছে, বাদুড়ের শরীর থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে। অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানিয়েছেন, অসমে আসন্ন বিহু উৎসবে রাজ্যে লকডাউন ঘোষণার কোনো সম্ভবনা নেই। অসমে সংক্রমণ নিম্ন গতি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.