Header Ads

কংগ্রেস দলের পাল্টা বিজ্ঞাপন, বিতর্কিত নয়

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : বিজেপি দলের পাল্টা বিজ্ঞাপন দিল কংগ্রেস দল, সংবাদপত্রের লিড নিউজর তলায়  পৃথকভাবে প্রদেশ কংগ্রেস লিখে বিজ্ঞাপন  দিয়েছে।"পাঁচ গ্যারান্টির জাদু সমস্ত অসমে কংগ্রেস দলের লহর" এই বিজ্ঞাপন ভাষাতে আজ অধিকাংশ সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। যেখানে বিজেপির মত ভুল করা হয়নি। এবার রাজনৈতিক দলগুলো সংবাদপত্রে  বিজ্ঞাপনের অভিনবত্ব তুলে ধরলো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.