শিলচরে প্রতিরক্ষা মন্ত্রী অমিত শাহের নির্বাচনী প্রচারের প্রাক মূহুর্তে
শিলচরঃ বিজেপি'র বিশ্বাস ঘাতকতা ও কাগজ কল নিয়ে শিলচরের সাংসদ ডঃ রাজদীপ রায়ের মীরজাফরি কার্য্যকলাপ, কাছাড় কাগজ কলকে বিজেপির নির্বাচনী ইস্তাহার থেকে বাদ দেওয়ার প্রতিবাদে শিলচরে বিক্ষোভ মিছিল, বিজেপির বিরুদ্ধে বিবেক ভোটের আহবান।
বরাকের একমাত্র শিল্প কাগজ কল নিয়ে বিজেপি'র বিশ্বাস ঘাতকতা মীরজাফর কেও পরাস্ত করেছে, এই বিজেপি আর না, আওয়াজ তুলে শিলচর শহর পরিক্রমায় আজকের বিশাল প্রতিবাদী মিছিলের মাধ্যমে বরাকের আপামর বিচক্ষণ- চিন্তাশীল নাগরিকদের কাছে বিনম্র আহবান বিজেপি ও বিশ্বাস ঘাতকদের পরাস্ত করতে ও বরাকের ভবিষ্যত রক্ষা করতে বিবেক ভোট প্রয়োগ করুন,বরাক বাঁচান, বরাকের ভবিষ্যত প্রজম্নকে সুরক্ষিত করুন।
কোন মন্তব্য নেই