মহন্তকে টিকিট দিতে চেয়েছিলাম আপত্তি বিজেপির, দাবি ফনি ভূষণ চৌধুরীর, কা সমর্থন অপরাধ নাকি প্রশ্ন প্রফুল্ল মহন্তের
অমল গুপ্ত, গুয়াহাটি : অগপ দলের প্রতিস্থাপক সভাপতি প্রফুল্ল কুমার মহন্তকে অগপ টিকিট দিতে চেয়েছিল কিন্তু বিজেপি তাতে ঘোর আপত্তি জানায়, তাই দেওয়া সম্ভব হল না। আজ নয়া দিল্লি থেকে ফেরার সময় গুয়াহাটি বিমান বন্দরে গাড়িতে চড়ার সময় সাংবাদিকদের একথা জানান, অগপ মন্ত্রী ফনি ভূষণ চৌধুরী, যাকে রাজনৈতিক জীবনে প্রতিষ্ঠা করেছিলেন মহন্ত। দিল্লি থেকে ফিরে অসুস্থ মহন্ত সাংবাদিক দের বলেন তার অপরাধ কা বিরোধী আন্দোলন কে সমর্থন করা, আর তো কোনো অপরাধ ছিল না।এর জন্যে টিকিট থেকে বঞ্চিত করা হল। তার সঙ্গে দিল্লি থেকে ফেরা মহন্তের ছায়া সঙ্গী প্রণব গোস্বামী বলেন মহন্তের নির্বাচন কেন্দ্র বহরমপুরে র মধ্যে পড়ে কলিবাবর ,সেখানকার অগপ মন্ত্রী কেশব মহন্ত সবথেকে বেশি বিরোধিতা করেছেন। অসুস্থ মহন্ত গুয়াহাটিতে ফিরেই তার আগের দল অগপ প্রগতিশীল কে পুনরুজ্জীবিত করেন। কয়েকটি কেন্দ্রে প্রাথীর নাম ও ঘোষণা করেন। তার আগে মহন্ত কংগ্রেস সভাপতি রিপুন বরার সঙ্গে কথা বলে ছিলেন। তিনি কংগ্রেসের মহাজোটে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।আজ তাঁর পত্নী জয়শ্রী মহন্ত দিল্লি থেকে ফিরে সাংবাদিকদের বলেন,প্রফুল্ল কুমার মহন্ত একজন সংগ্রামী সত্ত্বা সংগ্রামী জীবন,ছাত্র আন্দোলন করে জনগণের পাশে থেকেছেন , 2015 সাল থেকে কা বিরোধী আন্দোলনে সামিল হয়েছেন। রাজ্যের প্রতিটি দল সংগঠন একটাই লক্ষ্য নিয়ে এগাচ্ছে,তাই মহন্ত ও তাতে সামিল হয়েছেন।তাতে আপত্তি কোথায় ? তিনি জানান বিমানবন্দরে তাকে স্বাগত জানবার জন্যে বহু মানুষ এসেছিলেন। প্রফুল্ল কুমার মহন্ত নয়া দিল্লিতে এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি টিকিটের জন্যে নয়া দিল্লি যান নি। প্রাক্তন সাংসদ জয়শ্রী গোস্বামী মহন্ত তার পুত্র কে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী র সঙ্গে সাক্ষাৎ করে ছিলেন,অগপ নেতাদের সঙ্গেও দেখা করেছিলেন। অগপ প্রতিস্থাপক সভাপতি মহন্ত দুবার মুখ্যমন্ত্রীর পদে বসেন। দেশ জুড়ে তার পরিচিতি, যা অগপ র কোনো নেতা ভাবতেই পারবে না। বিজেপি নেতাদের ও সেই জনপ্রিয়তা নেই। পরি স্থিতি প্রতিকুল ভেবে অতুল বরা জানান তারা মহন্ত র সঙ্গে কথা বলবেন।









কোন মন্তব্য নেই