Header Ads

‘আজির খবর’এর দ্বিতীয় বার্ষিক বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ ডিজিটেল পোর্টাল আজির খবর-এর  দ্বিতীয় বার্ষিক বৰ্ষপূৰ্তি উপলক্ষ্যে আজ দিসপুর প্রেস ক্লাবে আয়োজিত এক বঁটা প্ৰদান অনুষ্ঠানে রাজ্যের তিনিজন সাংবাদিককে 'সংবাদ সূৰ্য', ১৩ জনকে 'সংবাদ প্রহরী', একজনকে সমাজকৰ্মীক 'শান্তি যোদ্ধা', চিকিৎসক সন্দীপ তাপারীয়াকে 'অনুপ্ৰেরণামূলক বটা'র সঙ্গে আরও কয়েকজনকে অন্য বিভিন্ন ধরনের পুরস্কার প্ৰদান করা হয়। এই পুরস্কার প্ৰদান অনুষ্ঠানে মুখ্য অতিথিরূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ডঃ লক্ষীনন্দন বরা। অনুষ্ঠানে বিশিষ্ট সাহিত্যিক ডঃ লক্ষীনন্দন বরা তাঁর ভাষণে বলেন, সংবাদ জগতে নতুন প্ৰত্যাহ্বান এসেছে। ডিজিটাল সংবাদের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বে পিত্রকার প্ৰচলন হ্ৰাস পেয়েছে। ভারতের বহু প্রচিলত সংবাদ পত্রও পূৰ্বের তুলনায় প্ৰচলন হ্ৰাস পেয়েছ। কেননা, ডিজিটাল মাধ্যমে প্ৰতিটি খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়। তিনি ডিজিটাল পোর্টেল আজির খবর-এর প্ৰসঙ্গ উল্লেখ করে বলেন, এমন ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ ডিজিটাল সংবাদ মাধ্যমগুলি সঠিক খবর পরিবেশন করে আসছে।

অন্যদিকে, মানবাধিকার কৰ্মী ডঃ দিব্যজ্যোতি শইকিয়া ভাষণে বলেন, বড় বড় মাধ্যমের চেয়ে ছোট ছোট এই ধরনের পোর্টালগুলি থেকে প্রকৃত খবর পাওয়া যায়। বড় বড় মিডিয়া হাউসে কার পক্ষে কাজ করছে সেটা জনগণ জানেন। বিভিন্ন রাজ্যের তুলনায় অসমের সংবাদ মাধ্যমের গুরুত্ব অধিক। সঠিকভাবে অসমের সংবাদ মাধ্যম কাজ করে চলছে। অভিজ্ঞতার ভিত্তিতে একথা তিনি জানিয়েছেন বলে উল্লেখ করেন। তিনি জানান, সংবাদ মাধ্যম কখনো বিচারকের ভূমিকা গ্রহণ করা উচিত নয়। ছোট ছোট হাউসগুলিতে যথেষ্ট কষ্ট করা হয়। আজ তাকে যে সম্মান দেওয়া হয়েছে তার জন্য আজির খবরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। উল্লেখ্য, আজির খবর-এর মুখ্য সম্পাদক চন্দন কলিতা ও সম্পাদক হিরকজ্যোতি শৰ্মার উদ্যোগে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আরম্ভ করা হয়। এর পর সাংবাদিক অনুপমা ডেকা ও দীপাঞ্জলী ডেকা সরস্বতী বন্দনা পরিবেশন করেন৷ উল্লেখ্য, আজ অনুষ্ঠানে ডিজিটাল পৰ্টেলটি চিকিৎসা খণ্ডে অনবৈদ্য অবদান প্রস্তুতের জন্য হেল্থ সিটি হাসপাতালের চিকিৎসক ডাঃ সন্দীপ তাপারীয়াকে 'অনুপ্ৰেরণামূলক বটা' প্ৰদান করা হয়৷ যোরহাটে জন্মগ্ৰহণ করা চিকিৎসক সমাজসেবামূলক কাজ করার উদ্দেশ্যে চিকিৎসায় জড়িত হয়ে পরেন বলে উল্লেখ করেন৷ আজকের অনুষ্ঠানে শান্তি যোদ্ধা বঁটা : ডঃ দিব্যজ্যোতি শইকিয়া, মানব অধিকার তথা সমাজ কৰ্মী, সংবাদ সূৰ্য বঁটা : উৎপল বরা, জ্যেষ্ঠ সাংবাদিক(প্ৰাগ নিউজ), দিলীপ কুমার শৰ্মা, জ্যেষ্ঠ রাষ্ট্ৰীয় সাংবাদিক, উত্তম বরা, জ্যেষ্ঠ সাংবাদিক, নগাঁও। সংবাদ প্রহরী বঁটা প্ৰদান করা হয় দেবানন্দ মোদক, সাংবাদিক, বসন্ত দাস (গণ অধিকাৰ), দিপেন ভরালী, (দৈনিক বাতরি পত্রিকা), রন্টু নেওগ(দৈনিক অগ্ৰদূত), নিপা কাকতি, (আমার অসম), প্ৰণব কুমার পাটোয়ারী(অসমীয়া খবর), অনুপমা ডেকা(আমার অসম), ধীরেন শৰ্মা (দৈনিক অসম), রূপক বৈশ্য (নিউজ লাইভ), করবী বরশইকিয়া, চন্দন দাস (সাংবাদিক) ও আব্দুল হালিম (নিয়মীয়া বাৰ্তা)। আদৰ্শ মহিলা সম্মান প্রদান করা হয় বিশিষ্ট সমাজসেবীকা বিনু বরককটিক।

অন্যদিকে, রূপ সজ্জ্বাকার সন্মান রিনা বসুমতারীকে প্রদান করা হয়। ফুলাম গামোছা, জাপি, মানপত্ৰ ও অসমের স্বাভিমান গড়ে সম্বলিত স্মারক পত্র প্ৰদান করা হয়৷ অনুষ্ঠানের শেষে শরাই প্রদান। চন্দন কলিতা বলেন, বহু ঘাত প্ৰতিঘাতের মধ্যে দুটি বছর অতিক্ৰম করল। আজ সতীৰ্থ ও জ্যেষ্ঠ সাংবাদিক সকলকে এই পুরস্কার প্রদানের আনন্দ অনুভব করেছি। আগন্তক সময়ে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজকর্ম করে যাওয়ার সঙ্গে এভাবে সকলেই এই যাত্ৰায় পথ দেখাবে বলে আশা প্রকাশ করেন৷

 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.