Header Ads

কোটি টাকার কপ্টার প্রচার

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ  এবার নির্বাচন প্রচারে প্রায় ১২টি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। বিজেপি  টি, কংগ্রেস ৪ টি, বি পি এফ ১ টি ও অন্য দল করবে ১ টি। এক সূত্র জানান, ডাবল ইঞ্জিন হেলিকপ্টারের ভাড়া  দিনে ৩ লাখ, সিঙ্গল ইঞ্জিনদের লাখ টাকা। প্রতি দিন  পার ট্রিপ প্রায় ১ লাখ টাকা। এয়ার পোর্টে  হেলিকপ্টার রাখতে প্রতিদিন প্রায় ১ লাখ টাকা। দিসপুর বেলতলা হেলিকপ্টার গ্রাউন্ডে  প্রতিদিন ভাড়া ২৫ হাজার টাকা।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.