Header Ads

অসমের উন্নয়নে কেন্দ্র ১ লাখ ৭০ হাজার কোটি দিয়েছে:স্মৃতি ইরানি

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ  কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরাণি আজ শিবসাগর সহ তিনটি জনসভায় ভাষণ দিয়ে বলেন, দুর্নীতিপরায়ণ দল কংগ্রেস সরকার অসমে ৬০ হাজার কোটি টাকা   ব্যয় করতে পারেনি। বিজেপি সরকার লাখ ৭০ হাজার টাকা ব্যয় করেছে।  উন্নয়নের বান ডেকেছে। মোদি সরকার করোনা উদ্ভুত পরিস্থিতিতে দেশের  80 কোটি মানুষকে মাস ধরে বিনা পয়সায় রেশন দিয়েছে। ২২ কোটি গরিব মহিলার ব্যাংক একাউন্টে টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। কংগ্রেস আমলে একটিও হয়নি।বিজেপি সরকার গরিব মহিলার বাড়িতে ১০ কোটি টয়লেটে তৈরী করে দিয়েছে। স্মৃতি  ইরাণি বাংলাতে বলেন, পদ্ম ফুল  দিয়ে পুজো হয়।এই পদ্ম এর ওপর মা লক্ষ্মী বসেন। সেই পদ্ম  চিহ্নে ভোট দেওয়ার  আহবান জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.