করিমগঞ্জে শেষ দিন ৬৪ জন নিয়ে মোট ৮৫ প্রার্থীর মনোনয়ন
নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : ১২ মার্চ: শেষ দিন করিমগঞ্জে ৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উত্তর করিমগঞ্জে ১২ মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় প্রার্থীদের মধ্যে সমাজবাদী পার্টির গোপাল চন্দ্র পাল, আর ইউ সি থেকে আহাদ উদ্দিন। নির্দল প্রার্থীদের মধ্যে নাজিম উদ্দিন খান, মহম্মদ জুবের আহমদ চৌধুরী, সাহাবুল ইসলাম চৌধুরী, আশরাফুন নূর চৌধুরী, রুহুল কুদ্দুস, মহম্মদ আব্দুল বাতিন, লুতফুর রহমান, রেহান উদ্দিন, আব্দুল জব্বার চৌধুরী ও বিনয় কৃষ্ণ দাস। এই নিয়ে মোট ১৮জন প্রার্থী উত্তর করিমগঞ্জের মনোনয়নপত্র জমা দিলেন। দক্ষিণ করিমগঞ্জে শেষদিনে শুক্রবার ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। দলীয় আর ইউ সি থেকে মহম্মদ জমির উদ্দিন, এ জি পি থেকে আজিজ আহমেদ খান, রাষ্ট্রিয় লোক সমতা থেকে প্রণব কুমার রায়, নির্দল প্রার্থীদের মধ্যে আব্দুল হানিফ, জাহারুল হক, আব্দুল বাসিত, বিলাল উদ্দিন, আবু সুফিয়ান, বিলাল আহমদ, ইনজামুল হক, ফৈজ আহমদ, রাজেশ দে পুরকায়স্থ, স্বপ্না বেগম, সৈয়দ আলি আহমদ, সাহিদ আহমদ, মবরুল ইসলাম তাপাদার, সুফিয়ান আহমেদ, ফয়জুল হক, আজির উদ্দিন, শামিম আহমদ ও হুসেন আহমদ। এই নিয়ে দক্ষিণ করিমগঞ্জ ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন।
রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে শুক্রবার ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লকের অজয় কুমার সরকার, সমাজবাদী পার্টির অক্ষয় লাল রায়। আর নির্দল প্রার্থী সুজিৎ রায়, দীপেন্দ্র দাস, বেবুল দাস, বিষ্ণু দারি মালাহ ও বিকাশ লাল ধোবি মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাতাবাড়িতে মোট ১০জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিলেন।
পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে শুক্রবার ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এ জে পি থেকে হুমায়ূন কবির, আর পি আই (এ) থেকে জয়ন্ত সিনহা, আর ইউ সি থেকে মহম্মদ বাহার উদ্দিন, এ জি পি থেকে সাব্বির আহমেদ ও অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক থেকে নুরুল ইসলাম। এছাড়া নির্দল রয়েছেন সঞ্জয় কুমার মালাকার, রনজিৎ সিনহা, নিখিল মালাকার, জাহারুল হক, হায়দার আলী, য়শন্ত কুমার দাস, সাহিনুজ্জামান, দেওয়ান রুহুল আমিন চৌধুরী, সিহাব উদ্দিন আহমদ ও চন্দন দাস। পাথারকান্দি তে মোট ১৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
বদরপুরে শুক্রবার ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।দলীয় প্রার্থীদের মধ্যে আর ইউ সি থেকে নিজাম উদ্দিন, এজেপি থেকে শাহাবুদ্দিন, এবং এনপিপি থেকে আবু সহিদ মহম্মদ জাকির হোসেন। নির্দল প্রার্থীদের মধ্যে নাজিম উদ্দিন, কাবিল মিয়া, রিয়াজ উদ্দিন , আব্দু শুক্কুর ব্যাগ, অলিউর রহমান তাপাদার, রশিদ আহমদ, এনাম উদ্দিন, আব্দুল হাসিব ও আব্দুল মালিক। বদরপুরে মোট ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিলেন।










কোন মন্তব্য নেই