Header Ads

স্বরাষ্ট্র সচিবকে ই ডির নোটিশ, গরু পাচার চক্রে বিকাশ মিশ্র গ্রেফতার

নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতাঃ পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবকেই   অমিতডির নোটিশ, তিনি মেট্রো ডে যারি   কম টাকায় অন্য সংস্থাকে  হস্তান্তর   করেছেন, এই অপরাধে  নোটিশ দেওয়া হয়েছে। অপরদিকে,  গরু, কয়লা পাচার  চক্রে প্রধান অপরাধী  পলাতক বিনয়  মিশ্রের ভাই  বিকাশ মিশ্রকে দিল্লি থেকে ই ডি গ্রেফতার করেছে। বাংলা  নিউজ চ্যানেল  রিপাবলিক টি ভি স্টিং  অপারেশন করে  বিকাশ মিশ্রকে  ধরতে সাহায্য করেছে বলে  দাবি করা হয়েছে।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  অভিযোগ করেছেন, নির্বাচনের সময়  স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ  হস্তক্ষেপ করছেন। নির্বাচন কমিশনের ভূমিকা  গ্রহণ করেছেন। মমতার প্রশ্ন হু ইজ  অমিত? তারই জবাব নির্বাচন কমিশনার নয় তো? তিনি বলেন, তাকে হত্যার  চক্রান্ত করা  হচ্ছে।   ভাঙ্গা পায়ে ও নির্বাচন কমিশনের সামনে   ধরনা দেওয়ার হমকি দেন মমতা।   ভাঙা পা সম্পর্কে    বিজেপি নেতারা বলেন, এক্সরে রিপোর্ট প্রকাশ  করা হলে দিদির  মুখোশ খুলে যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.