জনসেবা নয় কুর্সির লোভ সংবরণ করতে পারছে না কংগ্রেস : প্রধানমন্ত্রী ।দিদি এবার খেলা শেষ পশ্চিমবঙ্গে মোদি
অমল
গুপ্ত, গুয়াহাটি : গোলাহাট
জেলার অর্ন্তগত বোকাখাত, এক নিবার্চন কেন্দ্র এই কেন্দ্রেই অবস্থিত ভারতের এক খড়গ
বিশিষ্ট গন্ডারের আবাসস্থল কাজিরঙা
অভয়ারণ্য। চা-বাগান অধ্যুষিত অঞ্চল। এই কেন্দ্রে বিজেপি সরকারের
শরিক অগপ সভাপতি অতুল বরার
দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল চাবুয়ার
পর রাত কাটিয়ে আজ রবিবার এক বিশাল নির্বাচনী সভাতে তার ভাষণে
অনেকটা জুড়ে ছিল চা বাগান, আর কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান। চা বাগানকে
নিয়ে কংগ্রেস ঘৃণ্য রাজনীতি করছেন একথা বলতে ভুল লেন না। গত ৫ বছরে বিজেপি সরকার চা শ্রমিকদের জন্য অনেক জন
কল্যাণমুলক কাজ করেছে। তাদের জন্যে কেন্দ্র হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। চা
শ্রমিকদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা
প্রভৃতি ক্ষেত্রে ব্যয় হবে। মজুরি বৃদ্ধি করেছে। কিন্তু কংগ্রেস
আদলতে দ্বারস্থ হয়ে তা আটকে দিয়েছে। বিজেপি ক্ষমতায় এসে তা চালু করবে।
তিনি প্রতিটি সভায় কেন্দ্র এবং রাজ্যের একই সরকার কাজ করাকে
ডাবল ইঞ্জিন বলে আখ্যা দিয়ে বলেন, ডাবল
ইঞ্জিন থাকায় অসমের উন্নয়ন তরান্বিত হয়েছে। কাজিরঙর
গন্ডার হত্যা বন্ধ হয়েছে। বনাঞ্চলের পরিসীমা বৃদ্ধি
পেয়েছে বলে দাবি করে বলেন, এর ফলে পর্যটন শিল্প গতি পাবে। তিনি এই
অঞ্চলের বাঁশ-বেত বনজ সম্পদের কথা উল্লেখ করে বলেন, গত ৭০ বছরে যা হয়নি। বিজেপি বাঁশ সম্পদকে
সংরক্ষিত বনাঞ্চল হিসাবে গণ্য করা হয় না। এখন
বাঁশ শিল্প, যে কেউ এই সম্পদকে ব্যবহার করে বাঁশকে শিল্পের কাজে
ব্যবহার করতে পারে। ডাবল ইঞ্জিন সরকার দেশের প্রতিজন মানুষকে
বিশুদ্ধ পানীয় জল, আর ছাদ দেবার
অঙ্গীকার করেছে। কিন্তু কংগ্রেস সরকার মিথ্যা
কথা বলে, ব্যাপক দুর্নীতিতে লিপ্ত হয়েছে।
তাদের কুর্শির লোভ বড় লোভ, অস্তিত্ব রক্ষা
করতে যে কোনো দল সংগঠনের সঙ্গে
অশুভ আঁতাতে পিছপা হচ্ছে না। কংগ্রেস
হিংসার গ্যারান্টি দেয়, ভ্রষ্টা চারের গ্যারান্টি দেয়, তাদের বিশ্বাস করবেন না। মুখ্যমন্ত্রী সর্বানন্দ
সনোয়াল বিজেপি সরকারের উন্নয়নের নানা ফিরিস্তি তুলে
ধরেন।প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের বাঁকুড়া তে এক জনসভা সম্বোধনা করে বলেন দিদি আমার মাথায় যতই লাথি মারুন বঙ্গের উন্নয়নে লাথি মারতে দেব না। এবার আসল খেলা শুরু হবে। তার বাংলায় মন্তব্য দিদি ও দিদি এবার আসল খেলা শুরু হবে,উন্নয়নের খেলা।









কোন মন্তব্য নেই