Header Ads

বোলিং ঝড়ে উড়ে গেল ব্রিটিশরা

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ বোলিং ঝড়ে উড়ে গেল ব্রিটিশরা,গতকাল ৩৬  রানে হারালো টিম ইন্ডিয়া। টি-20 সিরিজের শেষ ম্যাচে ৩-২ ব্যবধানে সিরিজ জিতল বিরাট রোহিত বাহিনী। টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠানোর  সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায় ইংল্যান্ডের কাছে। 

টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও জিতে নিল ভারত। পিছিয়ে পড়ার পর সমতা ফিরিয়ে নিয়ে, শেষ ম্যাচে বাজিমাত করল মেন ইন ব্লু। ৩৬ রানে জয় পেল তারা। দুর্দান্ত একটা ম্যাচ দেখল ক্রিকেট প্রেমীরা। লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান কেউই ফর্মে নেই। সেই কারণে শেষ ম্যাচগুলিতে পাওয়ার প্লে-তে রান তুলতে পারেনি ভারত। তাই সেই সমস্যা কাটানোর জন্য পঞ্চম তথা সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়ক কোহলি নিজেই ওপেন করতে চলে এলেন। যদিও এই প্রথম নয়, এর আগেও ওপেনারের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। তবে মোতেরাতে ওপেন করতে এসে সমস্যার সমাধান করেদিলেন বিরাট। ৫২ বলে ৮০ রানের দুরন্ত একটি অপরাজিত ইনিংস খেললেন তিনি। কোহলিকে যোগ্য সঙ্গ দিলেন র‍োহিত শর্মা। ৩৪ বলে ৬৪ রান করলেন হিটম্যান। ব্যাট ঝলসালো সূর্যকুমার যাদব (৩২) এবং হার্দিক পান্ডিয়ারও (৩৯)। প্রতিপক্ষের বোলিংকে হেলায় উড়িয়ে দিয়ে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২২৪ রান তোলে টিম ইন্ডিয়া।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.