রাষ্ট্রপতি অসুস্থ হয়ে পড়েছেন
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ রাষ্ট্রপতি রামনাথ কবিন্দ আজ হঠাৎ
অসুস্থ হয়ে পড়েন । সামরিক হাসপাতালে
তাঁকে ভর্ত্তি করা হয়েছে বলে সংবাদ
সূত্রে জানা গেছে। দৈনিক স্বাস্থ্য পরীক্ষার জন্যে তিনি হাসপাতালে গিয়েছিলেন।
বুকে ব্যথা অনুভব করায় আচমকাই রাষ্ট্রপতি
রামনাথ কোবিন্দকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তিনি স্থিতিশীল বলে হাসপাতাল
সূত্রের খবর। তিনি দিল্লির সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবারই তিনি অসুস্থতা
বোধ করায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে জানা গেছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে পর্যবেক্ষণে রাখা
হয়েছে। তাঁর একাধিক টেষ্ট সম্পন্ন করা হয়েছে। বেশ কিছু রুটিন চেকআপ আপাতত চলছে বলে
খবর। তিনি রুটিন চেকআপের মধ্যে আছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে কেন
আচমকা তাঁর শারীরিক অসুস্থতা তা এখনও জানা যায়নি।
রাষ্ট্রপিতর মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতির
অসুস্থতা নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। রাষ্ট্রপতির অসুস্থতার খবরে দেশ
জুড়ে উদ্বেগ ছড়িয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বরা এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।









কোন মন্তব্য নেই