Header Ads

সিপি এম নেত্রী বৃন্দা কারাত রঙ্গিয়াতে নির্বাচনী সভা


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ রঙ্গিয়াতে ভগবান দেব মিশ্রের সমর্থনে গরেস্বরে এক সভায় বলেন প্রধানমন্ত্রীর বাংলাদেশ পাকিস্থান যাবার সময় পান। কৃষক দের সঙ্গে কথা বলার সময় নেই। তিনি অভিযোগ করেন। কেন্দ্রের এন ডি সরকার দেশের রাষ্ট্রায়ত্ত সম্পত্তি পুঁজি পতিদের কাছে বিক্রি করে দিচ্ছে। গুয়াহাটি বিমান  বন্দরকেও  কর্পোরেট দের হাতে  গছিয়ে দিয়েছেন।সিপি এম পলিটব্যুরো সদস্য শ্রীমতি কারাত  বিজেপি কে ঐক্যবদ্ধ ভাবে  হারিয়ে দেবার আহবান জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.