বিধানসভা নির্বাচনে বরাক বাসীকে বিবেকভোট দেবার আবেদন ডেমোক্রেটিক ফ্রন্টের
শিলচরঃ বিধানসভা নির্বাচনে বরাক বাসীকে বিবেকভোট দেবার আবেদন,ব্যাক্তি হিসেবে কমলাক্ষ,হিলাল উদ্দিনকে সমর্থন বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর।
আসন্ন বিধানসভা নির্বাচনে নিজেদের অবস্থান জনসমক্ষে স্পষ্ট করার উদ্দেশ্যে গতকাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর সদস্যদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় ফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে। এতে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় অংশ নিয়ে বিডিএফ মূখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে গত ২৮ শে নভেম্বর অর্থাৎ মাত্র চারমাস আগে জন্ম হয়েছে বিডিএফ এর। যদিও এই নির্বাচনে বিডিএফ এর তরফে প্রার্থী দেবার কথা বলা হয়েছিল কিন্তু এই সল্প সময়ে সব কাজ গুছিয়ে ওঠা সম্ভব হয়নি। দলের রেজিস্ট্রেশন এর কাজ শেষ হয়নি, পাওয়া যায়নি প্রতীক চিহ্ন। এছাড়া, সাংগঠনিক বিস্তৃতির কাজ এগিয়ে চললেও তাতে আরো কিছুটা সময়ের দরকার। তাই সব মিলিয়ে এই নির্বাচনে প্রার্থী না দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে আগামী পৌরসভা নির্বাচন থেকেই প্রার্থী দেবে বিডিএফ।
বিডিএফ আহ্বায়ক জহর তারণ বলেন যে বিগত চার মাসে ফ্রন্ট বরাকের বিভিন্ন জ্বলন্ত ইস্যু যেমন চাকরি বঞ্চনা, ভাষিক আগ্রাসন ও বৈষম্য, শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের দুরবস্থা, স্থানীয় ভুমিহীন দের জমির পাট্টা না দেওয়া ইত্যাদি ইস্যুতে সাধ্যমত আন্দোলন করার চেষ্টা করেছে। তিনি বলেন, তাঁদের এই আন্দোলনকে বরাকবাসী যে সমর্থন করেছেন এবং আশির্বাদ করেছেন সেইজন্য তারা অসীম কৃতজ্ঞ।
মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় ও আরেক আহ্বায়ক পার্থ দাস বলেন যে যেহেতু তাঁরা প্রার্থী দেননি তাই যেসব প্রার্থীরা বরাকের সমস্যা নিয়ে সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হবেন বলে মনে হবে বরাকবাসীকে শুধু তাদেরই বিবেক ভোট দেবার আহ্বান জানাচ্ছেন তাঁরা ।এই ব্যাপারে ভোটারদের সচেতন করতে এদিন দলের পক্ষ থেকে যথাসাধ্য প্রচার চালানোর সিদ্ধান্তও গৃহীত হয়।
এছাড়া ব্যাক্তি হিসেবে উত্তর করিমগঞ্জের প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ ও মধ্য হাইলাকান্দির প্রার্থী প্রফেসর হিলাল উদ্দিন লস্কর কে এই নির্বাচনে সমর্থন করার ব্যাপারে এদিন সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
এই প্রসঙ্গে প্রদীপ বাবু বলেন যে উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থই একমাত্র বিধায়ক যিনি বিগত পাঁচ বছরে অনেকবার এই উপত্যাকার সমস্যা নিয়ে ,বাংলা ভাষার স্বীকৃতি নিয়ে,বরাকের ছেলেমেয়েদের চাকরি বঞ্চনা নিয়ে বিধানসভার ভিতরে এবং বাইরে সরব হয়েছেন। যেহেতু এই সব ইস্যু বিডিএফ এরও মূখ্য দাবি তাই দল নয়, ব্যাক্তি হিসেবে কমলাক্ষ দে পুরকায়স্থকে পূর্ণ সমর্থন জানাচ্ছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এছাড়া মধ্য হাইলাকান্দির প্রার্থী প্রফেসর হিলাল উদ্দিন লস্করেরও স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। একদিকে তিনি যেমন এস এম কলেজ ছাত্র সংগঠন প্রধান থেকে শুরু করে আকসার সভাপতির দায়িত্ব অব্দি সামলেছেন তিনি তেমনি দলীয় রাজনীতিতে সক্রিয় ভুমিকা পালন করলেও সর্বদাই স্বচ্ছতা বজায় রেখেছেন। তাই আশা করা যায় যে নির্বাচিত হলে তিনি বরাকের স্বার্থে সোচ্চার থাকবেন। বিডিএফ মূখ্য আহ্বায়ক তাই বরাকের স্বার্থে সংশ্লিষ্ট সমষ্টির ভোটারদের এই দুই প্রার্থীকে ভোট দেবার জোর আবেদন জানান।
বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় জানিয়েছেন আহ্বায়ক হৃষীকেশ দে ও জয়দীপ ভট্টাচার্য।









কোন মন্তব্য নেই