শিলাদিত্য দেবের ক্ষোভ ঠান্ডা করতে পথে নামলেন হিমন্ত বিশ্ব শর্মা
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ বিজেপি দলের পাওয়ারফুল
বিধায়ক শিলাদিত্য দেবকে টিকিট দেওয়া হয় নি, রাজ্যজুড়ে
প্রতি ক্রিয়া শুরু হয়। বাঙালি ভোটারদের মধ্যে বিরূপ প্রভাব পড়বে
নির্বাচনে। সেদিকে লক্ষ্য রেখে বিজেপি মন্ত্রী পীযুষ হাজারিকা, হিমন্ত বিশ্ব শর্মা ও
রাষ্ট্রিয় সাধারণ সম্পাদক দিলীপ শইকিয়া
সোজা হোজাইয়ে গিয়ে শিলাদিত্যের বাড়িতে হাজির হন। তাকে বুঝিয়ে
ঠান্ডা করার চেষ্টা করেন। লামডিঙের টিকিট না পাওয়া
সুশীল দত্তকেও ঠান্ডা করার চেষ্টা করেন। হিমন্ত
শিলাদিত্যকে সম্মানজনক, মর্যাদা
সম্পন্ন পদ দেওয়ার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী বরাকের দিলীপ। পালকে বোঝাতে
হটাৎ বরাক সফর করেন।দিলীপ পাল শুক্রবার
নির্দল হিসাবে মন নোয়ন পত্র পেশ করেন। সারা শিলচর
শহরে ব্যাপক সাড়া পড়ে।









কোন মন্তব্য নেই