Header Ads

হিন্দু শরণার্থীদের সুরক্ষা দেয় নি বিজেপি অভিযোগ শিলাদিত্য দেবের

NDTVর সৌজন্যে

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ  টিকিট থেকে বঞ্চিত করে রাজনৈতিক ভাবে হত্যা করা শিলাদিত্য দেব রাষ্ট্রিয় এক টিভি  চ্যানেলে বিস্ফোরক সব অভিযোগ করেন। তিনি বলেন, ভারতীয় নাগরিক  হিন্দু শরণার্থী প্রায় ১২য়১৪ লাখকে এন আর সি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বলেন বিজেপি রাজ্য নেতাদের  বার বার বলা হয়েছিল  হতভাগ্য মানুষগুলোকে আইনি সাহায্য দেবার জন্যে লিগ্যাল সেল বানানো হোক। বিজেপি গুরুত্ব দেয়নি।  বিজেপি থেকে পদত্যাগী হজাইয়ের বিধায়ক  শিলাদিত্য, রাজ্যে ১৯৫০-৫১ সাল থেকে  বসবাসকারী   হিন্দু শরণার্থীদের   কথা বলার জন্যে তাকে টিকিট দেওয়া হল না বলে গুরুতর অভিযোগ করেন। প্রশ্ন তোলেন কা হল কেন  রুল তৈরি করা হল না? বিজেপি মিথ্যা রাজনীতি করছে। তিনি মনে করেন বিজেপি  ডাবল স্ট্যান্ডার্ড পলিসি গ্রহণ করেছে। বিজেপি দাবি করেছে তারা ১০০ প্লাস আসন পাবে, শিলাদিত্য তা উড়িয়ে দিয়ে বলেন, তা অসম্ভব। এই দাবি অসত্য। বলেন, জাতীয়স্তরের বিজেপি আর অসম বিজেপি পৃথক, এখানে বাইরে থেকে আসা কয়েকজন  খুশি মত দল   চালাচ্ছে। হিন্দুদের  পাশে আছি তাই আমাকে দরজা   দেখিয়ে দেওয়া হল, গলা ধাক্কা দেওয়া হল। রাজ্যে হিন্দু বাঙালিদের শান্তি নেই। ডি ভোটার, আর ডিটেনশন ক্যাম্প ভরে দেওয়া হয়েছে। মা-বোনেরা রাতে ঘুমোতে পারে না। বলেন, কংগ্রেস  ডি ভোটার, ডিটেনশন ক্যাম্পর সৃষ্টি করেছে। সেই দলে যাওয়ার প্রশ্ন নেই।  দলে থেকে লড়াই করবো  বলে মন্তব্য করেন। বলেন রাস্তা ঘাট উন্নয়ন  সব নয়। মানুষের যদি নিরাপত্তা না থাকে মনে, শান্তি না থাকে সেই শান্তির কোনো মানে হয় না। এই বিস্ফোরক সাক্ষাৎকার দেওয়ার পর হিমন্তবিশ্ব শর্মা তার সঙ্গে দেখা করলে শিলাদিত্য  হাত মিলিয়ে নেন। সমঝোতা করেন বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.