Header Ads

চীনের চোখে চোখ রেখে কথা বলার হিম্মত নেই, হুঁশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথের

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ মধ্য অসমের বাংলাভাষী  অধ্যুষিত  দুই যমজ শহর হজাই এবং রেল শহর লামডিঙে আজ কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং দেশের সীমান্ত   সুরক্ষার উপর জোর দিয়ে  চীনকে কার্যত  হুঁশিয়ারি দিয়ে বলেন, কয়ী মাই কা লাল নাহি হ্যায়, আঁখসে আঁখ  রাখকে বাত করে। হোজাইয়ের সভায় এই কথা বলেন। লামডিং হোজাই দুই সভাতে দু-একটি বাংলা শব্দ  বলে বাঙালিদের মন   ছুঁয়ার চেষ্টা করেন। বিগত তরুণ গগৈ সরকারের  সমালোচনা করে বলেন, ১৫ বছরে কংগ্রেস মানুষের উন্নয়নে কিছুই করেনি। বাকিগত লাভালাভের লক্ষ্যে কাজ করে গেছে। বিজেপি জনসংঘের সময় থেকে সমাজের রাষ্ট্রের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি লামডিঙের বিজেপি প্রার্থী শিবু মিশ্রকে প্রসংসা করে বলেন, তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। হোজাই রামকৃষ্ণ ঘোষের পক্ষ্যে প্রচার  চালান। লামডিঙের শহিদ ময়দানে ভিড় ছিল যথেষ্ট।   বিজেপি নেতারা কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুলতে পারছেন না। মমতার খেলা হবে-কে ধার করে বলেন, খেলা হবে পদ্মের সঙ্গে খেলা হবে। কংগ্রেসের মত খেলা হবে না। খেলা হবে খেলা হবে উন্নয়নের সঙ্গে, বিকাশের সঙ্গে খেলা হবে। রাজনাথ সিং ভূপেন হাজারিকাকে বিজেপি সরকার  ভারত  রত্ন দিয়েছে।  সেকথা বলতে ভুললেন না। সেই সঙ্গে সবার মত শ্রীমন্ত শংকর দেবকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.