নির্বাচনী প্রচার তুঙ্গে বদরপুরেও
সুব্রত দাস, বদরপুর : ভয়াবহ বন্যা এবং Covid-19 সংক্রমণের মাঝেও আট মাস পরের বিধানসভা নির্বাচন নিয়ে অসমে উত্তাপ ছড়াতে শুরু করেছে। রাজ্যের ২.১৭ কোটি ভোটারের দৃষ্টি আকর্ষণে শুরু হয়ে গিয়েছে প্রচারের রমরমা আর কাদা ছোড়াছুড়ির পালা। বিধানসভা নির্বাচনের আর মাত্র কিছু দিন বাকি। তাই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। একদিকে যেমন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে,অন্য দিকে পুরনো জোট শরিকরা আবার ঐক্যবদ্ধ হচ্ছে। পাশাপাশি, নতুন জোটের সম্ভাবনাও তৈরি হয়েছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে চমকে দিয়েছিলেন রাজ্যের ভোটাররা। ১৫ বছরের মজবুত কংগ্রেস শাসনকে উলটে দিয়ে অসম গণ পরিষদের সঙ্গে আঁতাত গড়ে ক্ষমতার সিংহাসনে অভিষেক হয় বিজেপির। এবারও সেই গাঁটছড়া অটুট থাকতে ক্ষমতার মসনদ ফের দখল করার পরিকল্পনায় যখন ব্যস্ত বিজেপি,তখন বিরোধী কংগ্রেস ও এআইইউডিএফ মহাজোট ঘোষণা করেছে। তাদের আশা, বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়তে বাম দলগুলিকেও পাশে পাওয়া যাবে। শাসক বিজেপি ও বিরোধী কংগ্রেস ছাড়াও
অসম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে বেশ কিছু সদ্য গজিয়ে ওঠা রাজনৈতিক দলকে। বিশেষ করে সংশোধিত নাগরিক আইন বিরোধী আবেগকে কাজে লাগিয়ে ভোট ময়দানে ফায়দা তুলতে কোমর বেঁধেছে বেশ কিছু সংগঠন। বদরপুরের ময়দানে রয়েছে ১৪ জন। মিত্রজোট এআইইউডিএফের থেকে আব্দুল আজিজ, বিজেপির বিশ্বরূপ ভট্টাচার্য, আরইউসি থেকে নিজাম উদ্দিন, এজেপি থেকে সাহাবুদ্দিন। নির্দল প্রার্থীদের মধ্যে নাজিম উদ্দিন, কাবিল মিয়া, রিয়াজ উদ্দিন, আব্দুস শুক্কুর ব্যাগ, অলিউর রহমান তাপাদার, রশিদ আহমদ, এনাম উদ্দিন, বাহার আশিক, আব্দুল হাসিব ও
আব্দুল মালিক। বদরপুরে গাড়ীর প্রচার থেকে আরম্ভ করে,ঘর ঘর সম্পর্ক,উঠোন বৈঠক,জনসভা চালিয়ে যাচ্ছে সব কয়টি রাজনৈতিক দল। সব মিলিয়ে ২০২১ সালের অসম বিধানসভা নির্বাচন ঘিরে বিচিত্র পরিমণ্ডল তৈরি হয়েছে, প্রতিদিন যার প্রেক্ষিত ও চরিত্রে অবিরত রদবদলের উপরে তীক্ষ্ণ নজর রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের।











কোন মন্তব্য নেই