Header Ads

বরাকের এবারের প্রার্থী তালিকা বিজেপির লোভী ও দুর্নীতিপরায়ণ চরিত্রকেই নগ্ন করল - মন্তব্য বিডিএফ মূখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়ের

শিলচরঃ আসন্ন নির্বাচনের জন্য গতকাল প্রকাশিত বিজেপির প্রার্থী তালিকা দলের সিন্ডিকেট প্রীতির ফলাফল বলে প্রতিক্রিয়া জানালেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর মূখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়।

এক প্রেস বার্তায় প্রদীপ বাবু বলেন এবারে যারা বিজেপির প্রার্থী তালিকায় ঠাঁই পেয়েছেন তাদের অধিকাংশই ইতিমধ্যে শাসকদল পরিচালিত সিন্ডিকেট রাজের দাক্ষিন্যে অগাধ সম্পত্তির মালিক হয়েছেন।এরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দুর্নীতির পৃষ্ঠপোষক এবং দল বেছে বেছে এদেরই এবার টিকিট দিয়েছে। তিনি বলেন বিজেপির শাসনকালে এই উপত্যাকা তথা রাজ্যে কয়লা,বালি,পাথর,কাঠ,গরু ইত্যাদির সিন্ডিকেটের রমরমা অবস্থা হয়েছে এবং তা দিয়ে পার্টির কোষাগার ফুলেফেঁপে উঠেছে যদিও একটি হিসাব অনুযায়ী শুধু বরাকেই সরকারের ক্ষতি হয়েছে ২০০০ কোটি টাকা। প্রদীপ বাবু বলেন যে বিজেপির কারা প্রার্থী হচ্ছেন তা নিয়ে বিডিএফ আদৌ চিন্তিত নয় তবে রাজ্য সরকারের সেকেন্ড ইন কমান্ড খোদ হিমন্ত বিশ্ব শর্মার প্রতিশ্রুতি সত্ত্বেও কবীন্দ্র পুরকায়স্থ এর মতো বর্ষীয়ান নেতার ছেলে বা মিশন দাস কিম্বা দিলীপ পালের মতো তুলনামূলক স্বচ্ছ ভাবমূর্তি বা ব্যাক্তিত্ব সম্পন্ন নেতাদের প্রার্থীত্ব না জোটার এটাই অন্যতম কারণ। একই কারণে কংগ্রেস থেকে প্রার্থীত্বের প্রতিশ্রুতি  দিয়ে ভাঙিয়ে আনা প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালাও বঞ্চিত হয়েছেন।

প্রদীপ দত্তরায় বলেন যে এবারের প্রার্থীরা নির্বাচিত হলে তারা যে দিশপুর নেতৃত্বের কথায় সবসময়ই উঠবোস করবেন তাতে কোনো সন্দেহ নেই কারণ তাদের টিকি  শীর্ষ নেতাদের কাছে বাঁধা রয়েছে এবং এদের দ্বারা বরাকের মতো অবহেলিত এক অঞ্চলের কোনো উপকার হবেনা।

বিডিএফ মূখ্য আহ্বায়ক আরো বলেন যে পুরো ব্রহ্মপুত্র উপত্যাকায় শাসক দল প্রার্থী দেবার মতো একজন বাঙালি ব্যাক্তিত্বকে খুঁজে পায়নি- এরচেয়ে আশ্চর্যজনক ব্যাপার আর কি হতে পারে ? যেখানে ৫০ লক্ষ বাঙলা ভাষাভাষী অবস্থান করেন সেখানে তাদের প্রতিনিধিত্ব করার মতো একজন বাঙালিকেও প্রার্থী না করা এই দলের আদ্যন্ত বাঙালি বিরোধী চরিত্রকে আবার প্রকট করল।

বিডিএফ মূখ্য আহ্বায়ক এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে বরাকের জনগন তথা সমগ্র রাজ্যের বাঙালিদের বিজেপিকে ভোট না দেওয়া এবং বয়কট করার জোরালো আহ্বান জানিয়েছেন।

এক প্রেস বার্তায় জানিয়েছেন বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক হৃষীকেশ দে ও জয়দীপ ভট্টাচার্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.