রাজ্যে ২,৩৩,৭৪,০৮৭ ভোটার ১২৬ জন প্রতিনিধিকে ভোট দেবেন
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ অসমে
প্রথম দফায় বিধানসভা
নির্বাচনে ৪৭ টি কেন্দ্রে
২৭ মার্চ ভোটদান। দ্বিতীয় পর্যায়ে ৩৯ কেন্দ্রে ১ এপ্রিল এবং তৃতীয় দফা ৪০টি কেন্দ্রে ৬
এপ্রিল ভোটদান। আগামী ২ মে
গণনা। রাজ্যে সর্বমোট ২ কোটি ৩৩ লাখ, ৭৪ হাজার ৮৭ জন ভোটার। এর মধ্যে ১,১৮২৩,২৮৬ জন পুরুষ, ১,১৫,৫০,৪০৩ জন মহিলা ভোটার ও ৩৯৮ জন
তৃতীয় লিঙ্গের ভোটার। তাছাড়া,
৬৩,০৭৪ জন সার্ভিস
ভোটার। রাজ্যে সব চেয়ে বেশি ভোটার দিসপুরে ৪,১১,৬৩৬ জন। সবচেযে কম ভোটার থাওড়া কেন্দ্রে ১,১৫,৩৬৪ জন। এবার ভোটের তালিকায় ১২,৮১,৯১৮
ভোটারের নাম নতুন করে সন্নিবিষ্ট হয়েছে। এইবার ২,৮৯,৪৭৪ জন ভোটারের বয়স ৮০ বছরের
উর্দ্ধে।









কোন মন্তব্য নেই