দৌল, হোলি রং খেলার বর্ণময় উৎসব উদযাপিত
বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চ লামডিঙের দৌল উৎসবের খন্ড চিত্র। ছবি : স্বপন দাস, লামডিং।
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : রাজ্য জুড়ে দোল, হোলি, চৈতি ফুলের রঙিন উৎসব উদযাপিত হচ্ছে। বরপেটা সত্ৰ নগরী, শংকরদেবের স্মৃতি কেন্দ্র বটদ্রবা প্রভৃতি স্থানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই রঙিন উৎসব ছবি : স্বপন দাস, লামডিং।
পালিত হয়। আগামী কাল ও উদযাপিত হবে। রাজ্যপাল জগদীশ মুখী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল রাজ্যবাসীকে দোল উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রী আজ তার ৭৫তম "মন কি বাত" বেতার বার্তায়
ছবি : স্বপন দাস, লামডিং।
দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন। অসম তথা উত্তর-পূর্বাঞ্চলের অগ্রণী বাংলা নিউজ পোর্টাল নয়া ঠাহর সকলকে দৌল উৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছে।
কোন মন্তব্য নেই