Header Ads

এন ওয়াই কের জল সংরক্ষণ অভিযান

সুব্রত দাস, বদরপুর : করিমগজ্ঞ নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে বুধবার সকাল ১১ ঘটিকায় পাথারকান্দি ও লোয়াইপোয়া ব্লকে ক্রমে  লিটন ব্লজ স্কুল ও ইলাসপুর নগরীয়া মিডিল ইনিটিউশনে বৃষ্টির জল সংরক্ষণের উপর  বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কার্যক্রম পরিচালনায় ছিলেন পাথারকান্দি ব্লকে এন ওয়াই ভি রুভিয়া বেগম ও লোয়াইপোয়া ব্লকে এন ওয়াই ভি মির মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে মূখ্য ব‌ক্তা হিসাবে উপস্থিত ছিলেন,লিটল ব্লজম স্কুলের শিক্ষক লুবাব আহমদ। তিনি বৃষ্টির জল সংরক্ষণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন। এছাড়াও বক্তব্য রাখেন ইমদাদ আহমেদ ও হাসান আহমেদ প্রমুখ। এরপর বৃষ্টির জল সংরক্ষণের উপর রচনা,কুইজ,অংকন ও ব্ক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৪০ এর অধিক ছাত্র-ছাত্রী‌‌ অংশগ্ৰহন করেন‌। উক্ত প্রতিযোগিতায় মূল্যায়নের দায়িত্বে ছিলেন শিক্ষক - 

লুবাব আহমেদ ও হাসান আহমেদ। এদিকে লোয়াইপোয়া ব্লকে বৃষ্টির জল সংরক্ষণ নিয়ে একটি আকর্ষণীয় লোকনাঠ্য অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক জলাল উদ্দিন ও সালেহ আহমদ চৌধুরী প্রমুখ। এরপর বিভিন্ন প্রতিযোগিতায়    বিজয়িদেরকে পুরস্কার প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দরা। শেষে জল সংরক্ষণের শপথ বাক্য পাঠ করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.