রাহুলবাবা, বদরুদ্দিন আধুনিক কালাপাহার মন্তব্য অমিত শাহের, লামডিং বাঙালিদের গোলাপ বাগিচা?
অমল গুপ্ত, গুয়াহাটি : কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আবার
নির্বাচনী প্রচারে অসম সফরে এসে কংগ্রেস নেতা রাহুল
গান্ধী ও ইউ ডি এফ প্রধান বদরুদ্দিন আজমলকে কটাক্ষ করে বলেন, রাহুল বাবা অসমে পর্যটক হিসাবে ঘুরতে আসেন। ভোট শেষ হলে
তিনি ইটালি চলে যাবেন। তিনি বলেন, রাহুল গান্ধী শংকরদেবের পরিচয় বহন করেন না, আবার বদরুদ্দিন, কংগ্রেস অসমের পরিচয় বহন করে না। অসমের ক্ষেত্রে তাদের কোনো অবদান
নেই। বদরুদ্দিন ক্ষমতায় এলে রাজ্যে অনুপ্রেবেশ শুরু হবে। কাজিরঙাতে গন্ডার হত্যা, সরকারি জমি বেদখল
বন্ধ করা যাবে না। রাহুল এবং বদরুদ্দিনকে আধুনিক কালাপাহার বলে অভিহিত করেন। চা শ্রমিকদের খুশি করতে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ৩৫০
টাকা করে মজুরি হবে। তিনি অসমকে বান মুক্ত বেকার
মুক্ত অসম গড়ার অঙ্গীকার করেন। এক জাগিরোড, কমলপুর বরাকের শিলচর, করিমগঞ্জের পাঠারকান্দিতে নির্বাচনী ভাষণে লাগাতারভাবে
বদরুদ্দিন আর রাহুলকে কটাক্ষ করেন। উভয়কে
কোণঠাসা করার চেষ্টা করেন। উন্নয়নের নানা ফিরিস্তি তুলে বলেন অসমের পথ-ঘাট নির্মাণে কেন্দ্র ৫৩ হাজার কোটি টাকা দিয়েছে। তৈল ক্ষেত্র উন্নয়নে দিয়েছে ৪৬ হাজার কোটি টাকা।
রাজ্যের সবচেযে বড় জটিল সমস্যা বন্যা ও ধসের সমস্যা সমাধানে তিনি আবার পুকুর খনন
করে বন্যার জল ধরে রেখে বন্যা নিয়ন্ত্রণএর
কথা বলেন। যাকে অবাস্তব বলে বিরোধীরা উড়িয়ে দিয়েছে। মূখ্যমন্ত্রী
সর্বানন্দ সনোয়াল আজ উদালগুড়িতে এক
নির্বাচনী সভায় বিটিএডি-তে শান্তি ঘুরিয়ে এনেছে। বিজেপি ক্ষমতায় ফিরলে ব্যাপক উন্নয়নের আশ্বাস দেন। অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ হোজাই, লামডিং, কার্বিআংলং একাধিক সভায় ভাষণ দিয়ে সেই একজন
কেই টার্গেটে করে নেন। সেই বদরুদ্দিন আজমল, যার রাজ্যে বৃহৎ সংখ্যক মুসলিমদের মধ্যে জনপ্ৰিয়তা আছে। ভাটা পড়েনি। আজ সেদিকে
লক্ষ্য রেখে বলেন, বিজেপি
মুসলিম বিরোধী নয়, মুসলিমদের ভোট বিজেপি পায়। সেই
সঙ্গে বদরুদ্দিনকে আক্রমণ করতে ভুললেন না, তাদের একটাই লক্ষ্য অধিক
সন্তান উৎপাদন করা আর মাদ্রাসার সংখ্যা বৃদ্ধি করা। কংগ্রেস দলের ৫ গ্যারান্টিকে উপহাস
করে বলেন, কংগ্রেস দলের নিজদের
অস্তিত্ত্ব আজ বিপন্ন টিকে থাকার গ্যারান্টি নেই। কার্বিআংলঙের সি ই এম তুলিরাম রংহাঙকে সঙ্গে নিয়ে নিরাপত্তা বেষ্টনির মাঝে গাড়িতে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করতে
করতে রেল শহর
লামডিঙে ঢুকলেন আর সবার মন জয় করলেন
হিমন্ত বিশ্ব শর্মা। তিনি একগুচ্ছের প্রতিশুতি
দিলেন। বন্ধন ব্যাংক
সহ অন্যান্য ক্ষুদ্র আর্থিক ঋণ দান সন্থাগুলো
থেকে যে সব মহিলা ২৫/২৬ শতাংশ সুদে ঋণ
নিয়েছেন তাদের সেই ঋণ সরকার পরিশোধ করে দেবে। ঋণের টাকা আর মহিলাদের ঘুরিয়ে দিতে হবে না।
এই সম্পর্কে ক্ষুদ্র ঋণ
দান সন্থাগুলো কিন্তু তীব্র আপত্তি জানাচ্ছে। প্রশ্ন তুলেছে সরকার
প্রাইভেট ব্যাংকের ঋণ দানের
ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে কি না। মন্ত্রী
রেল শহরে নানা প্রকল্পের ফিরিস্তি দিলেন। লামডিং রেল শহরের মেয়াদি পাট্টার সমস্যা,
জলের সমস্যা রেলের জমির সমস্যা, শিক্ষিত বেকারদের জটিল সমস্যার ধারে কাছে
গেলেন না। এই সফল স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব
শৰ্মা কি লামডিং সিভিল হাসপাতালের দুরাবস্থার কথা জানেন? সাধারণ এক অপারেশন, চোখের রোগ দেখাতে গুয়াহাটি ছুটতে হয়। মানুষ মরলে মৃতদেহ পোস্ট মর্টেম
করতে লামডিঙবাসীকে কি যন্ত্রণা ভোগ করতে হয় তা কি জানেন মন্ত্রী মশাই? বেশ মনে আছে এই মন্ত্রী সরকারের
সেকেন্ড কমান্ডার ইন চিফ হিমন্তবিশ্ব শর্মা লামডিং
চিলড্রেন পার্কে এক সভায় বলেছিলেন, লামডিং বাঙালিদের গোলাপ বাগিচা, চারদিকে সৌরভ, আপনার বিজেপি আমলে
আপনার প্রতিনিধি শিবু মিশ্রের ৫ বছরে লামডিং রেল শহরে বেআইনী মদের সংখ্যা বেড়ে কত
হয়েছে জানেন? মন্ত্রী মশাই। এখন ১৪০০ পেরিয়ে গেছে। মদের
দোকান বলতে ছোট ছোট চা-পানের দোকান ঝুপড়ি নিয়ে এই সংখ্যা।
প্রাক্তন আবগারি মন্ত্রী এই অভিযোগ পেয়ে এক আবগারি অফিসারকে বদলি
করে দিয়েছিলেন। আর বর্তমান কি
অবস্থা? যুবসমাজ অবক্ষয়ের
শেষ প্রান্তে আপনার বিধায়ক মহোদয়কে জিজ্ঞাসা করে দেখুন, কার ভাই এই কাজে জড়িত। বাঙালি বাগিচা থেকে মদের গন্ধ না ফুলের সৌরভ
কি ছড়াবে?
কোন মন্তব্য নেই