Header Ads

লকডাউন ছাড়া উপায় নেই!

 

গুয়াহাটিঃ গত ২৪ ঘণ্টায় দেশে ৫৯ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসের কবলে পড়েছেন। সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যে খালি মুম্বইয়েই একদিনে আক্রান্ত ৫ হাজারের বেশি! গত বেশ কিছুদিন ধরেই সেখানে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়েছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে লকডাউন ছাড়া আর যে গতি নেই তা মেনে নিচ্ছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। শুক্রবার পুণেতে করোনা পরিস্থিতি নিয়ে এক বৈঠকের পর এপ্রসঙ্গে তিনি বলেন, '‌হোলির উপরে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজ্যে কোথাও যাতে হোলিকে কেন্দ্র করে ভিড় না জমে সেদিকে নজর রাখা হবে।'‌ সকলকে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন তিনি। অজিত পাওয়ার জানিয়েছেন, যদি পরিস্থিতি না শুধরোয় তাহলে আগামী সপ্তাহ থেকে প্রবলভাবে আক্রান্ত এলাকাগুলিতে কড়া লকডাউন ঘোষণা করা হবে। তিনি বলেন, '‌বৈঠকে যে সব আধিকারিক, চিকিত্‍সকরা ছিলেন, সকলেই একমত যদি আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে, তাহলে ফের কড়া লকডাউনের পথে হাঁটা ছাড়া আর কোনও উপায় থাকবে না।'‌ সেই সঙ্গে তিনি জানিয়ে দেন, ২ এপ্রিল এব্যাপারে চরম সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর কথায়, '‌আমরা ২ এপ্রিল পর্যন্ত করোনা পরিস্থিতির দিকে নজর রাখব। তখনও যদি দেখা যায়, সাধারণ মানুষ সরকারি বিধিনিষেধ মেনে চলছেন না, তাহলে সরকারের কাছে লকডাউন ঘোষণা করা ছাড়া আর উপায় থাকবে না।'‌

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.