Header Ads

বিজ্ঞাপন কেলেঙ্কারি, বিজেপি মুখপাত্রকে শোকজ নির্বাচন কমিশনের

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : বাংলা, ইংরেজি, অসমীয়া সহ ৮/১০ টি সংবাদপত্রে  বিজেপি এক বিতর্কিত বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন কথাটি না লিখেপৃথকভাবে না দিয়ে  হেডলাইনের মত বিজ্ঞাপনের ভাষা ব্যবহার করা হয়েছে। অসমের ঐতিহ্যবাহী  ইংরেজি  সংবাদপত্রটি পর্যন্ত এই  বিজ্ঞাপনের শিকার হল। এই সব সংবাদপত্রের সম্পাদকদের অন্ধকারে রেখে  বিজ্ঞাপন   দেওয়া হয়নি। তারা  জানে না, সে কথা বলার অবকাশ নেই।  কংগ্রেস দলের কেন্দ্রীয় নেতা মুকুল ওয়াসনিক ও অজয় মাকেন  মুখ্য নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করেন সেই প্রেক্ষিতে  অতিরিক্ত নির্বাচন কমিশনার  বিজেপি দলের মুখপাত্র পবিত্র মার্গারেটাকে আজ  শোকজ করেছে। ৩০ মার্চের বেলা ১ টার মধ্যে এর জবাব দিতে হবে বলে সংবাদ সূত্রে জানা গেছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.