Header Ads

ঐতিহ্যবাহী বারুণী মেলা ৯ এপ্রিল থেকে

নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : করোনা মহামারীর সংক্রমণ রোধে গত বছর ঐতিহ্যবাহী বারুণী মেলা আর হয়ে ওঠে নি। এমনকি প্রশাসনের পক্ষ থেকে বারুণী স্থান পর্যন্ত স্থান বন্ধ করার নির্দেশ ছিল। তবে এবছর চিত্র অন্যরকম। আগামী ৯ এপ্রিল থেকে ঐতিহ্যবাহী বারুণী মেলা শুরু হতে চলেছে। এইমর্মে কাঠিগড়া সার্কেল অফিসে সিদ্ধেশ্বর বারুণী মেলার সাব কমিটির ডাকে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বারুণী মেলাকে সুন্দর এবং সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য সর্বশ্রেণীর জনগণের সহযোগিতা কামনা করা হয়। এদিকে এবারের মেলার ডাক পনেরো দিনের জন্য পেয়েছেন লাবলু মিয়া লস্কর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.