Header Ads

অর্ধেন্দু কুমার দে কংগ্রেস ত্যাগ ,ইসলামিক রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখা আজমলের সঙ্গে রফা কংগ্রেসের

অমল গুপ্ত, গুয়াহাটিঃ অসম বিধান সভার বাঙালি মুখ হিসাবে  বহু চর্চিত ডাক্তার অর্ধেন্দু কুমার দে তার নিজের শত বছরের প্রাচীন  কংগ্রেস দল ছাড়লেন। তিনি কংগ্রেস দলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে বলেন লাখ লাখ টাকা ছাড়া দলে টিকিট  পাওয়া যায় না ইসলামিক রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখছেন যিনি সেই বদ রুদ্দিন আজমলের সঙ্গে রফা করেছে কংগ্রেস। কংগ্রেস দলের পর্য্যবেক্ষক অনিরুদ্ধ সিং-এর বিরুদ্ধে অভিযোগ করে বলেন তিনি তার বাড়িতে খাওয়া দাওয়া করার পর টাকা দাবি করেন।   পুত্র অনিরুদ্ধ দে-কে এবার প্রাথী করার চেষ্টা চালিয়েছিলেন  ডাক্তার দে। দে   হজাই থেকে টেলিফোনে বলেন  তিনি কংগ্রেস দলের রাজ্য সভাপতি রিপুন বরার কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন । সেই পদত্যাগ পত্রে বলেছেন যে দল  অসাধুতার কবলে দূর্নীতি গ্রাস করেছে সেই দলে তার পক্ষে থাকা সম্ভব নয়। ক্ষোভের সুরে বলেন এবারের প্রাথী দেবব্রত  সাহার কাছ থেকে ২ কোটি টাকা  নিয়ে কংগ্রেস টিকিট দিয়েছে। তিনি অভিযোগের আঙ্গুল তোলেন সাংসদ  প্রুদ্যত বরদলৈ এর বিরুদ্ধে তিনি বাঙালি বিরোধী স্থিতি নিয়েছেন তিনি স্বপন কর কে হারাবার জন্যে তার বাড়িতে বসে চক্রান্ত করেছিলেন।  তার দাবি কংগ্রেসের  কেন্দ্রীয় নেতারা সব প্রার্থীর কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে টিকিট দিয়েছে। এই দলের শ্মশান যাত্রা  শুরু হতে আর দেরি নেই। দাবি করেন কংগ্রেস ইউ ডি এফ থেকেও কম আসন পাবে।  ডাক্তার দে ৪ বারের বেশি সময় বিধানসভার বাঙালি প্রতিনিধি হিসেবে বাঙালি দের বহু সমস্যা তুলে  ধরেছেন।  সমস্যা সমাধানের চেষ্টা  করেছেন।  তার মত বাঙালি মুখ  সরে গেলে অসমের বাঙালিরা  ডি ভোটার, ডিটেনশন  ক্যাম্প, এন আর সি র জটে আরও জড়িয়ে পড়লে এগিয়ে আসার কেউ  থাকছে না।আর কাউকে পাবে না।বিজেপি ব্রহ্মপুত্র উপত্যকা থেকে মাত্র দেড় জনকে প্রার্থী করেছে। শিলাদিত্য দেব কিছুটা সরব ছিলেন।তাকে বিজেপি টিকিট দিল না।অপমানিত হওয়ার পর ও তিনি হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে হাত মিলিয়ে নিলেন।  ব্রহ্মপুত্র উপ ত্যকা বাঙালি শূন্য হয়ে গেল।হজাই কংগ্রেস নেতা বিজয় চক্রবর্তী ও  নওগাঁ সাংসদ বরদলৈ এর বিরুদ্ধে বাঙালি বিরোধী স্থিতির অভিযোগ তুলে পদত্যাগ করেছেন।    ডাক্তার দে অভিযোগ করেন পুরোন নীতি নিষ্ঠ কংগ্রেস নেতাদের ছেঁটে ফেলা হয়েছে।শরৎ বড়কটকি র পুত্র কে টিকিট দেওয়া হলো না।      হজাই এর বিজেপি  প্রার্থী রাম কৃষ্ণ ঘোষ  ডাক্তার দে র বাড়ীতে গিয়ে  আশীর্বাদ চাইতে গিয়েছিলেন। রাজনৈতিক মহলের ইঙ্গিত প্রাক্তন মন্ত্রী দে  সম্ভবত বিজেপি তে যাবেন। তবে  শিলাদিত্য দেবের ভাগ্যের উপর নির্ভর করছে। দেব আর ডাক্তার দে র সাপে নেওলে সম্পর্ক।  বিজেপি র বাঙালি মুখের খুব প্রয়োজন।   বিজেপি থেকে ক্রমশ বাঙালি রা সরে যাচ্ছে, বরাকের অবস্থা খুব খারাপ।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.