করিমগঞ্জবাসী ভালো আছেন তো ? দোল, নতুন বছরের আগাম শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর
অমল গুপ্ত, গুয়াহাটি:,দেশের কোনো প্রধানমন্ত্রী প্রায় পাঁচ দশক পর অসমের বরাক উপত্যকার অনগ্রসর বাংলাদেশ সীমান্তবর্তী জেলা করিমগঞ্জ এ পা রাখলেন।অসমে প্রথম 1991 সালে এই বরাক প্রথম 9 জন বিজেপি বিধায়ক কে উপহার দিয়ে ছিল। সেই আদি বিজেপির প্রতিষ্ঠাতা বরাকরের বিজেপির প্রপিতামহ কবিন্দ্র পুরকায়স্থ বড় অভিমান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা থেকে দূরে সরে থাকলেন। যা বরাক বিজেপির নৈতিক পরাজয় বললে খুব একটা ভুল বলা হবে না। এই জন্যে প্রধান দায়ী সাংসদ ডাক্তার রাজদীপ রায়,কৌশিক ৰাই এবং অর্থ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা র মত নেতারা দায়ী ,সেই অভিযোগ করেছেন দিলীপ পালের মত সৎ ভাবমূর্তির নেতারা । দিলীপ পাল বরাকের কয়লা দুর্নীতি সিন্ডিকেট নিয়ে প্রকাশ্য মুখ খোলায় টিকিট থেকে বঞ্চিত করা হয়েছে। প্রথম দফা নির্বাচনের প্রথম নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওযাল উপস্থিত থাকলেন না।তিনি নিজের নির্বাচন কেন্দ্র মাজুলি তে ব্যস্ত থাকলেন। তা রাজনৌতিক ভাবে শোভনীয় হল না বলে বরাক বিজেপির অভিমত।যাকে ভবিষ্যত মুখ্যমন্ত্রী হিসাবে প্রজেক্ট করার জোর প্রচার চলছে সেই অর্থ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আলো করে করিমগঞ্জ এর সভায় উপস্থিত থেকে উন্নয়নের ফিরিস্তি শোনালেন।এর আগে মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য ও রাজদীপ রায় প্রমুখ বক্তব্য রাখেন । মাইলখানেক দূরে পাঁচ গ্রাম পেপার মিলের বন্ধ গেটে প্রায় পাঁচ বছর বেতন ভাতা থেকে বঞ্চিত কর্মীরা প্রধানমন্ত্রীর বরাক সফরের বিরুদ্ধে স্লোগান দেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসমের উন্নয়নের নানা প্রকল্প তুলে ধরে বরাক বাসীর মন ছুঁয়ার সব চেষ্টা করেন। বাঙালি আবেগ উসকে দিয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট বাংলা তে সীমান্ত শহর কে সম্বোধন করে বলেন নমস্কার করিমগঞ্জ, ভালো আছেন তো, আসন্ন দৌলউৎসাব,ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে বরাক বাসী কে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। বাঙালির প্রধান আরাধ্য দেবতা মা দুর্গার প্রতিকৃতি ,ও করিমগঞ্জ এর বিখ্যাত বেত, বাঁশ শিল্প ,উৎপাদিত শীতল পার্টি উপহার দেওয়া হল প্রধানমন্ত্রী কে। প্রধানমন্ত্রী বরাকের কৃতি পুরুষ অরুণ চন্দ্, দোওয়ারকা প্রাসাদ, ইন্দ্র প্রভা দেবী, প্রমুখদের সঙ্গে বীর লাচিত ও নেতাজি সুভাষ কেও স্মরণ করলেন। বরাক উপত্যকা কে ডাবল ইঞ্জিন এর সিংহদুয়ার বলে অভিহিত করে বলেন, বরাক এর সঙ্গে আজ রেল যোগাযোগ দুগুন বেড়েছে, কলকাতা,দিল্লি আগরতলা প্রভৃতি রাজ্যে ট্রেন চলা চল শুরু হয়েছে।এন ডি এ জামানায় তা সম্ভব হয়েছে। নম বরাক,নম ব্রহ্মপুত্র উৎসব প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন জল পথ কে ব্যবহার করে বাংলাদেশের চট্টগ্রাম কলকাতা বন্দরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার ব্যবস্থা হয়েছে।
আজকে করিমগঞ্জ এর ভাত গ্রামের বিশাল জনসভা দেখে উৎফুল্লিত প্রধানমন্ত্রী দূরে হুলস্থুল করা জ জনতার দিকে আঙ্গুল তুলে বলেন আপনারা আগে এসে বসতে হবে না ,আমরা আপনাদের আগে নিয়ে আসার চেষ্টা করে চলেছি। কংগ্রেস দলের সমালোচনা করে বলেন দেশের এক দুর্বল দল,যাদের নীতি বোধ নেই অসমের তালা চাবির সঙ্গে হাত মেলাতেও কুন্ঠিত বোধ করছে না।তিনি বদরুদ্দীন আজমলের দল এ আই ইউ ডি এফ এর প্রতীক তালা চাবির কথা নাম না করে উল্লেখ করলেন। তিনি বলেন কংগ্রেস নেতারা মঞ্চে বসেই দলের গুরুত্তপূর্ণ ইস্তাহার ঘোষণা করে দিচ্ছেন। দেশকে এভাবেই ধোকা দিচ্ছেন। প্রসঙ্গত তিনি কংগ্রেস দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর কথা বলতে চাইলেন।যিনি অসমে এসে কংগ্রেস দলের পাঁচ গ্যারান্টির কথা ঘোষণা করে যান। অসমে আবার আসবেন প্রধানমন্ত্রী।আজ পশ্চিমবঙ্গের পুরুলিয়া তে এক বিশাল জনসভা সম্বোধন করে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে যোগ্য জবাব দিয়ে বলেন খেলা হবে, শেষ খেলা হবে, উন্নয়নের লক্ষ্যে খেলা হবে। দূর্ণীতিরাজ সিন্ডিকেট রাজ খতম করার খেলা হবে।প্রস্তুত থাকুন দিদি।










কোন মন্তব্য নেই