অসমের চা শ্রমিকদের ধোকা দিচ্ছে বিজেপি অভিযোগ প্রিয়াঙ্কা গান্ধীর
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসমের ভবিষ্যৎ অসমের
কৃষ্টি সব ধ্বংস করছে বিজেপি। আজ তিনটি জনসভায় কংগ্রেস
দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এই অভিযোগ করেন। তিনি
বলেন, চা শ্রমিকদের ধোকা
দিয়ে আসছে বিজেপি। অসমের মহিলারা অসমের
কৃষ্টি সংস্কৃতির ধারক ও বাহক। তিনি বলেন, অসমের বন্যার সময় বিজেপি নেতারা অসমে আসার
প্রয়োজন বোধ করেনি। অগপকে আক্রমণ করে তিনি বলেন, দিল্লির সৃষ্টি অগপ এখন ভিজে
বিড়ালে পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, গুয়াহাটি বিমান বন্দর, নুমলীগড়, সব বড় বড় কর্পোরেট হাউসকে বিক্রি করে দেওয়া হয়েছে। এমন কি
গুয়াহাটি চিড়িয়া খানার ব্ল্যাক
প্যান্থারকেও বিক্রি করে দেওয়া হয়েছে। কংগ্রেস দেবব্রত শইকিয়া,
রানা গোষ্মামীর সমর্থনে ভাষণ দেন।









কোন মন্তব্য নেই