Header Ads

সকল শরনার্থীকে নাগরিকত্ব, সরকারি চাকরি, ১০ হাজার টাকা, কল্পতরু বিজেপির ইস্তাহার

নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতাঃ  বিজেপি পশ্চিমবঙ্গে  রবিবার দলীয় ইস্তাহার প্রকাশ করে। রাজ্যের লাখ লাখ  শরণার্থীদের  দুর্দশার কথা চিন্তা করে সবকে নাগরিকত্ব  দেওয়া ছাড়াও প্রতি পরিবারের এক জনকে সরকারি চাকরি ও ১০ হাজার টাকা করে অনুদান  দেবে বিজেপি। বিজেপি ক্ষমতায় আসার প্রথম ক্যাবিনেট বৈঠকে কা লাগু  এবং   এই গুরুত্বপূর্ণ  প্রস্তাব গ্রহণ করা হবে। মহিলাদের প্রথম  শ্রেণী থেকে স্নাতকত্তর পর্যন্ত পঠন-পাঠন বিনামূল্যে, ৩৩ শতাংশ মহিলার জন্যে সরকারি চাকরি সংরক্ষণ, মাত্র ৫  টাকাতে তিন বেলা পেট পুরে খাওয়ার  বাবস্থা  করা হবে নাম থাকবে অন্নপূর্ণা ক্যান্টিন, সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে বেতন কাঠামোকৃষকদের তিন লাখ টাকার জীবন বীমারাজ্যে ৯টি মহিলা ব্যাটেলিয়ন গঠন, রাজ্যে তিনটি এইমস নির্মাণ, রেশনে ১টাকা কেজি দরে গম, ৫টাকা কেজি দরে চিনি ও ৩০ টাকা কেজি দরে ডাল দেওয়া হবে। চাল তো দেওয়া হচ্ছে। সব মৎস্যজীবীকে ৬ হাজার টাকাসব বিধাবকে ১ হাজারের  বদলে তিন  হাজার টাকার মাসিক  পেনসন ইত্যাদি সুবিধা দেওয়ার  আশ্বাস দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ এই  ইস্তাহার প্রকাশ করেন।রবীন্দ্রনাথ এবং সত্যজিৎ এর নামে নোবেল পুরস্কারের আদলে  পুরস্কার ঘোষণা।নেতাজি সুভাষ ও আজাদ হিন্দ বাহিনীর  প্রতি বিশেষ সম্মান,,দুর্গাপূজা, স্বরসতী পূজা বিনা বাধায় উদযাপনে  বিশেষ ব্যবস্থা।তৃণমূল রাজ্যে এই পূজা তে বাধা দানের নানা অভিযোগ আছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.