কংগ্রেস ৬০ বছর রাজত্ব করছে, অথচ চা জনগোষ্ঠীর মধ্যে সদ্ভাবনা ও আন্তরিকতা গড়ে তুলতে পারেনি : সর্বানন্দ সনোয়াল
গুয়াহাটি : মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল রবিবার
নাজিরা সমষ্টির বিজেপি প্রার্থী ময়ূর বরগোহাঁইয়ের হয়ে প্রচার চালান। আয়োজিত এক
বিশাল নির্বাচনি সভায় অংশগ্রহণ করে প্রদত্ত ভাষণে মুখ্যমন্ত্রী সর্বানন্দ বলেন, বিজেপির হলো বিকাশ, সমন্বয় আর বিশ্বাসের দল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সর্বজনীন নীতির
ফলে আজ অসমে শান্তিপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে। সকলকে নিয়ে সমাজকে শক্তিশালী
করা বিজেপি লক্ষ্যে। বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোটের সরকার পাঁচ বছর সফলভাবে
অতিক্রম করতে সক্ষম হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী লাহয়াল, শদিয়া এবং নাজিরায় অনুষ্ঠিত নির্বাচনি
জনসভায় অংশগ্রহণ করে ভাষণ দিয়েছেন।
কংগ্রেসকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস ৬০ বছর রাজত্ব করছে। অথচ তারা চা
জনগোষ্ঠীর মধ্যে সদ্ভাবনা ও আন্তরিকতা গড়ে তুলতে পারেনি। মুখ্যমন্ত্রী সর্বানন্দ
বলেন,
কংগ্রেস নিকৃষ্ট
এবং বিভাজন নীতিতে বিশ্বাসী। ধর্ম ভাষা গোষ্ঠীর নামে বিভাজন সৃষ্টি করে নিরীহ
মানুষজনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে কংগ্রেসের নীতি। মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস ছয় দশক ক্ষমতায় থেকেও চা শ্রমিকদের
মনের বেদনা উপলব্ধি করতে পারেনি। তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন
পরিযোজনার সুফল জনসাধারণ কীভাবে লাভ করছেন সেই বিষয় উল্লেখ করে বলেন, এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির জনসাধারণের
প্রতি দায়বদ্ধতা। এর পরিবর্তে বিজেপি সরকার সমস্ত জনগোষ্ঠীর মান, সম্মান, স্বভিমান রক্ষা করে সকলকে সমমর্যাদা প্রদান
করে প্রাপ্য অধিকার ভোগ করার সুবিধা প্রদান করেছে।
মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস মিথ্যা আশ্বাস দিয়ে অসমের জনগণের
সঙ্গে প্রতারণা করে এসেছে। তার জন্য কংগ্রেস দলকে নির্বাচনে উচিত শিক্ষা দিতে হবে।
নাজিরা সমষ্টি অসমের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন ক্ষেত্র। নাজিরা সমষ্টির
দীর্ঘদিনের সমস্যা সমাধানের জন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে ভোট দিয়ে
জয়যুক্ত করার জন্য মুখ্যমন্ত্রী আহ্বান জানান। তিনি বলেন, বিজেপি সরকার অসমের জনসাধারণকে নিরাপত্তা
প্রদান করার জন্য কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ কাজ করে যাবে। বিজেপি অসমিয়া
জাতিকে সম্পূর্ণভাবে সুরক্ষিত করে রাখবে। বিভিন্ন সরকারি পরিকল্পনার কথা উল্লেখ
করে মুখ্যমন্ত্রী বলেন,
বিজেপি সরকার
অসমের জনগণের স্বার্থে কাজ করার জন্য বদ্ধপরিকর।
মুখ্যমন্ত্রী অসমের জনগণকে বিজেপির মনোনীত
প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান।









কোন মন্তব্য নেই