অখিল গগৈ কি করে মাওবাদী হতে পারে প্রশ্ন মেধা পাটকরের
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ রাইজর
দলের সভাপতি অখিল গগৈ জেলে থেকে শিবসাগর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দী তা করছেন। তার
সমর্থনে নর্মদা আন্দোলনের নেত্রী মেধা পাটকর অসম সফরে এসে
অখিল গগৈয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি আজ সাংবাদিকদের বলেন, নিজস্ব বিচার ধারা
ছাড়া কেউ মাওবাদী হতে পারে না। অখিল সে ধরনের মানুষ নন। মেধা পাটকর বলেন, তদন্তকারী
সন্থা এন আই এ অখিল
গগৈকে নাকি বলেছে, সে যদি আর এস এস বা বিজেপি তে যোগ দিতে রাজি হন তবে তাঁকে
মুক্তি দেওয়া হবে। প্রসঙ্গত অখিল এক খোলা চিঠিতে একই অভিযোগ করেছেন।
বিজেপি সভাপতি রঞ্জিত
দাস বলেন, অখিল বিজেপিকে বদনাম
করতে চাইছে।









কোন মন্তব্য নেই