৮৮৬ কোম্পানি নিরাপত্তা বাহিনী আসছে, মমতা পায়ে বান্ডিজ বেঁধে প্রচার শুরু
কলকাতা: পশ্চিমবঙ্গে ৮ দফা ভোটে পাহাড়া দিতে ৮৮৬ কোম্পানি আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। কাল হাসপাতাল থেকে ছাড়া পাবেন। পায়ে বান্ডিজ বেঁধে প্রচার শুরু করবেন। মুখ্যমন্ত্রীর প্রধান প্রতিদ্বন্দী শুভেন্দু অধিকারী আজ নন্দীগ্রামে মনোনয়ন পত্র পেশ করেন। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরাণী। তিনি বাংলাতে স্পষ্ট বলেন শুভেন্দু জিতবেনই। তৃণমূল কংগ্রেস দল আজ মমতার ওপর হামলার বিরুদ্ধে কালো ব্যাজ পরে প্রতিবাদের ডাক দিয়েছে মৌন মিছিলের ব্যবস্থা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরাণী বলেন, এতদিন মমতা শুধু খেলেছেন, প্রধানমন্ত্রী আসল খেলা খেলবেন
উন্নয়নের পরিবর্তন করবেন।
বাংলার ভোটের কুরুক্ষেত্র এই নন্দীগ্রামকে ঘিরে রাজ্য
নীতি উত্তাল। বিজেপি নেতা মুকুল রায়রা আজ দিল্লিতে
নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যে
আবার প্রধানমন্ত্রী আসছেন। আর এক বড় খবর বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী বিজেপি
দলে যোগ দিলেও নির্বাচনে দাঁড়াবেন না। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন মিঠুন চক্রবর্তীকে
বাংলার মানুষ ভোট দেবে না। তিনি শুধু দল বদল করেন। তৃণমূল
কংগ্রেস দলের নেতা মন্ত্রীরা মুখে কালো কাপড় বেঁধে কলকাতার রাস্তায় মৌন মিছিল
করেন। কংগ্রেস দলের সোনিয়া গান্ধী, মনমোহন সিং প্রমুখ
প্রচারে আসছেন।










কোন মন্তব্য নেই