স্বপন কর লামডিং প্রার্থী, বিরাট উল্লাস লামডিং বাসীর
স্বপন দাস,লামডিং স্বপন কর লামডিং এ প্রার্থী হয়ে ফিরলে বিপুল সম্বোধন জানানো হয়। ফরেস্ট গেট থেকে শহর পর্যন্ত বিরাট বাইক রেলি করে কয়েক শো যুবক তাদের প্রিয় যুব নেতা কে সাদর সম্বর্ধনা জানান। কংগ্রেস ইউ ডি এফ , বামপন্থি মহাজোটের প্রাথী স্বপন এবার জেতার সম্ভবনা 100 শতাংশ। স্বপন আশ্বাস দেন জিততে পারলে লামডিং এর যুব সমাজের জটিল সব সমস্যা সমাধানে আন্তরিকভাবে চেষ্টা করে যাবে। হিন্দু মুসলিম, অসমীয়া, বাঙালি ,হিন্দি ভাষী সহ সব জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।কাল তিনি মনোয়ানপত্র পেশ করবেন।








কোন মন্তব্য নেই