Header Ads

লামডিং এর সংগীত শিল্পী স্বদেশ মন্ডল প্রয়াত


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : লামডিঙের  জনপ্ৰিয় সংগীত শিল্পী  স্বদেশ মন্ডল  জনপ্ৰিয়তার মধ্য  গগণে উঠে  চলে গেলেন। কিশোর কণ্ঠী হিসাবে তিনি সুপরিচিত ছিলেন। মাত্র ৫৩ বছর  বয়সে গুয়াহাটি মেডিক্যাল কলেজ  হাসপাতালে তিনি মারা যান। পত্নী ও এক পুত্র এক কন্যা রেখে গেছেন। লামডিং এর সংগীত জগতে শুন্যতার  সৃষ্টি  হল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.