লাচিত নগরের মহিলা ক্লাবের বসন্ত উৎসব
পিয়ালী ঘোষ দে, গুয়াহাটি : গুয়াহাটি লাচিত নগরের মহিলা ক্লাব আজ বর্ণময় এক সাংস্কৃতিক শোভা যাত্রা বার করে ছিল। শান্তি নিকেতনের আদলে মহিলারা সবাই কাঁচা হলুদ রাঙা শাড়ি পড়ে ছিলেন, পলাশ প্রভা বর্ণময় শোভা যাত্রা মানুষের নজর কেড়ে ছিল। এই ক্লাবের পক্ষ্যে গীতাঞ্জলি নাথ, পম্পি
দেব জানান, পুলিশ প্রশাসনের আগাম অনুমতি নিয়ে এই অনুষ্ঠান হয়। আগামীতে আরও বড় করে বসন্ত উৎসব উদযাপন করা হবে।
কোন মন্তব্য নেই