বদরপুরে ১০০ জন মাইনোরিটি যুবক ভিড়লেন বিজেপিতে
নয়া ঠাহর প্রতিবেদন,বদরপুর : সময়ের সাথে বদরপুরের রাজনৈতিক সমীকরণ পাল্টাতে শুরু করেছে। শুক্রবার বদরপুর সমষ্টির ১০০ জন যুবক বিজেপিতে যোগদান করেন। তারা জানান, মোদি সরকারের বিভিন্ন জনমূখি প্রকল্পের আওতায় তারা বেশ ফল লাভ করেছে। এবং ভবিষ্যতে বিজেপির সরকার এলে বদরপুর সহ আশপাশ এলাকায় উন্নয়নের জোয়ার বইবে, সেই আশাতে তারা বিজেপি দলে যোগ দেন। বদরপুর যুব মোর্চা ও এসসি মোর্চার সদস্যদের উপস্থিতিতে বুন্দাশীল জিপির বিভিন্ন এলাকা থেকে তারা মনে-প্রাণে বিজেপির হয়ে কাজ করে যাবেন বলে অঙ্গীকারবদ্ধ হন।
কোন মন্তব্য নেই