Header Ads

বরাক হৃদয়,বহ্মপুত্র চেতনা বললেন: সর্বানন্দ সানোয়াল

সুব্রত দাস, বদরপুর : আগামী ১ এপ্রিল আসামের বিধানসভার দ্বিতীয় দফার ভোট। এ উদ্দেশ্যে বিজেপির বদরপুর সমষ্টির বিশ্বরূপ ভট্টাচার্যের হয়ে প্রচারে আসলেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল। রবিবার বিকাল সাড়ে চারটায় বদরপুর রেলওয়ে খেলার এক জনসভার আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী সর্বানন্দ বলেন,বিগত পাঁচ বছর বিজেপি সরকার বিভিন্ন ধরনের উন্নয়ন মুলক কাজ করে গেছেন। এবং আগামীদিনে বিজেপি সরকার এক বছরে এক লক্ষ সরকারী চাকুরী,হায়ার সেকেন্ডারী প্রথম স্থান প্রাপ্ত ছেলেদের মটর সাইকেল দেওয়া হবে। বদরপুরের পানীয় জলের সমস্যা দীর্ঘ 

\

বছর ধরে চলছে,তার উপরে মুখ্যমন্ত্রী বলেন জল জীবন মিশনের কাজ আগামী জুন মাসের মধ্যেই বদরপুর সমষ্টিতে আরম্ভ করবেন। এবং বদরপুর সমষ্টির প্রতি ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল ব্যবস্থা করা হবে। তার জন্য যত টাকার প্রয়োজন উনি দেবে বলে জানান। তিনি আরও বলেন এখন কোন সরকারী কাজের জন্য গুহায়াটি যেতে হবে না। শিলচরে মিনি সচিবালয়ের নির্মানের কাজ আরম্ভ হয়ে গেছে। করিমগঞ্জের এমপি কৃপানাথ মাল্লা বলেন,হিমন্ত বিশ্ব শর্মা 

বলেছিলেন যে এই বিধানসভা নির্বাচনের পর সমস্ত ধরনের মাইক্রোফিনান্স লোন সরকার মিটিয়ে দেবে। এবং আরও বলেন,এটেনডেন্স এর উপরে সকল ছাত্র-ছাত্রীদেরকে প্রতিদিন একশ টাকা করে দেওয়া হবে। এই জনসভায় করিমগঞ্জের বিজেপির জেলা সভাপতি সহ জেলার ও বিজেপি বদরপুর মণ্ডলের পদাধীকারিরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.