ভোটদানে ১১ টি নথি
নয়া ঠাহর
প্রতিবেদন, গুয়াহাটিঃ ভোটার পরিচয়পত্র ছাড়াও ১১টি নথির একটি
দেখলেও ভোট দেওয়া যাবে। নির্বাচন কমিশন জানিয়েছেন যাদের ভোটার পরিচয়
পত্র নেই তারা আধার কার্ড, এম জি
এনরেগার জব কার্ড, ব্যাংক বা ডাকঘরের ফটো সহ পরিচয়পত্র বা পাশবুক,
শ্রম মন্ত্রকের ইস্যু করা হেলথ ইন্সুরেন্স স্মার্ট কার্ড, ড্রাইভিং
লাইসেন্স, প্যান কার্ড, পাশপোর্ট,
ছবি সহ পেনশনের নথি দেখিয়ে ভোট দেওয়া যাবে। যদি কোন নথিতে বানান ভুল
থাকে তবেও ভোট দানে বাধা দেওয়া যাবে না বলে কমিশন জানিয়েছে।









কোন মন্তব্য নেই